যুক্তরাষ্ট্রে ভাষাশহিদদের স্মরণ

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি জানায়, ‘টেকসই উন্নয়নের জন্য ভাষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করা হয়।

এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক স্থানীয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি আমন্ত্রিত অতিথি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মায়ামির বাংলাদেশি শিক্ষক, ছাত্রছাত্রী এবং ফ্লোরিডাস্থ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনের কার্যক্রম শুরু হয় কনস্যুলেট প্রাঙ্গণে সব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে, জাতীয় সংগীতের সঙ্গে কনসাল জেনারেলের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। বিকালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সঙ্গে কনস্যুলেটে স্থাপিত শহিদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা পর্বে অংশ নিয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক বি এম গোলাম কিবরিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট সম্পর্কে তুলে ধরেন। মায়ামি ডেড কলেজের ইন্টারন্যাশনাল এডুকেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস সামিলা সসিক মাতৃভাষা শিক্ষার গুরুত্ব এবং একটি টেকসই সমাজব্যবস্থা ও টেকসই উন্নয়নে মাতৃভাষার প্রয়োজনীয়তার ওপরে আলোকপাত করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

১৩ ঘণ্টা আগে

গাজায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৯৮ জনের, নিহত ছাড়াল ৬৫ হাজার

ধ্বংসস্তূপের নিচে আরও অনেক হতাহত আটকা পড়ে থাকায় প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের পুলিশবিরোধী সহিংসতাকে “সমাজের অভিশাপ” হিসেবে আখ্যা দিয়েছেন।

১৪ ঘণ্টা আগে

অবৈধ মাদক উৎপাদনকারী ২৩ দেশের তালিকায় ভারত-পাকিস্তান-চীন

যে ২৩টি দেশের নাম অবৈধ মাদক উৎপাদনকারী বা পরিবহনে সংশ্লিষ্ট হিসেবে তালিকায় রয়েছে সেগুলো হলো— আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, বার্মা, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, প

১ দিন আগে