
ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে পাঞ্জাব সংসদে। ক্ষমতাসীন দল পিএমএল-এন (পাকিস্তান মুসলি লিগ-নওয়াজ) ও পিটিআইয়ের মধ্যে কয়েকদিন ধরেই চলমান বাগ্যুদ্ধের মধ্যেই বিলটি পাস হয়েছে, যেখানে পিটিআইকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, বুধবার (১০ ডিসেম্বর) পিএমএল-এনের সংসদ সদস্য তাহির পারভেজ পাঞ্জাব সংসদে বিলটি উত্থাপন করেন। এ সময় পিটিআইয়ের সংসদ সদস্যরা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে অধিবেশন বয়কট করেন। পরে সরকারপক্ষের সদস্যরা বিলটি পাস করেন।
বিলে উল্লেখ করা হয়েছে, দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতসহ শত্রুদের মোকাবিলায় এ প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রেখেছে। পিটিআই ও এর প্রতিষ্ঠাতা ইমরান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত, কারণ তারা শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করছে এবং দেশে বিশৃঙ্খলা ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিলে কারাবন্দি ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই পিটিআই দেশের স্থিতিশীলতা নষ্ট করছে ও সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। তবে মজার বিষয় হলো— বিলের কোথাও দল হিসেবে পিটিআইয়ের নাম কিংবা দলের প্রধান ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি।
এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী কারও নাম উল্লেখ না করে ইমরান খান ও পিটিআইয়ের বিরুদ্ধে ‘সেনাবাহিনীবিরোধী’ বক্তব্য প্রচারের অভিযোগ তোলেন। বলেন, এ ধরনের বক্তব্য রাজনীতির সীমানা পেরিয়ে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।
এরপর থেকেই পিএমএল-এন ও পিটিআই নেতারা বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন। পিটিআই অবশ্য আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। দলটি বলছে, তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য কোনোভাবেই নিরাপত্তার জন্য হুমকি নয়।
চলমান ঘটনাপ্রবাহের মধ্যে পাঞ্জাব সংসদে পিটিআইকে নিষিদ্ধ করতে বিল পাস পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সেনাবাহিনী ও বিরোধী দলের মধ্যে অবিশ্বাস বাড়ছে এবং দেশের স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে এ সংকট সমাধান করা না গেলে সাধারণ জনগণই ক্ষতির মুখে পড়বে।
আদিয়ালা কারাগারের সামনে অবস্থান
এদিকে মঙ্গলবার সন্ধ্যাতেও আদিয়ালা জেলের বাইরে ইমরান খানের বোনদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ও কেপি প্রদেশ প্রেসিডেন্ট জুনায়েদ আকবরসহ সিনিয়র নেতারা অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
গত সপ্তাহে ইমরানের বোন উজমা খানকে সাক্ষাৎ করতে দেওয়া হলেও অন্যদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। বোন আলিমা খান অভিযোগ করেন, রাষ্ট্র নিজেই আইন ভাঙছে এবং ১৪ মাস ধরে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককেও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
পুলিশ দুইবার তাদের সরে যেতে বললেও বোনেরা সমর্থকদের নিয়ে জেলের দিকে অগ্রসর হন। আদিয়ালা রোডের গোরখপুর মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। আলীমা খান সেখানে বসে এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘এটি অসাংবিধানিক ও বেআইনি। কেন ইমরান খানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে?’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে পাঞ্জাব সংসদে। ক্ষমতাসীন দল পিএমএল-এন (পাকিস্তান মুসলি লিগ-নওয়াজ) ও পিটিআইয়ের মধ্যে কয়েকদিন ধরেই চলমান বাগ্যুদ্ধের মধ্যেই বিলটি পাস হয়েছে, যেখানে পিটিআইকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, বুধবার (১০ ডিসেম্বর) পিএমএল-এনের সংসদ সদস্য তাহির পারভেজ পাঞ্জাব সংসদে বিলটি উত্থাপন করেন। এ সময় পিটিআইয়ের সংসদ সদস্যরা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে অধিবেশন বয়কট করেন। পরে সরকারপক্ষের সদস্যরা বিলটি পাস করেন।
বিলে উল্লেখ করা হয়েছে, দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতসহ শত্রুদের মোকাবিলায় এ প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রেখেছে। পিটিআই ও এর প্রতিষ্ঠাতা ইমরান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত, কারণ তারা শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করছে এবং দেশে বিশৃঙ্খলা ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিলে কারাবন্দি ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই পিটিআই দেশের স্থিতিশীলতা নষ্ট করছে ও সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। তবে মজার বিষয় হলো— বিলের কোথাও দল হিসেবে পিটিআইয়ের নাম কিংবা দলের প্রধান ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি।
এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী কারও নাম উল্লেখ না করে ইমরান খান ও পিটিআইয়ের বিরুদ্ধে ‘সেনাবাহিনীবিরোধী’ বক্তব্য প্রচারের অভিযোগ তোলেন। বলেন, এ ধরনের বক্তব্য রাজনীতির সীমানা পেরিয়ে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।
এরপর থেকেই পিএমএল-এন ও পিটিআই নেতারা বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন। পিটিআই অবশ্য আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। দলটি বলছে, তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য কোনোভাবেই নিরাপত্তার জন্য হুমকি নয়।
চলমান ঘটনাপ্রবাহের মধ্যে পাঞ্জাব সংসদে পিটিআইকে নিষিদ্ধ করতে বিল পাস পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সেনাবাহিনী ও বিরোধী দলের মধ্যে অবিশ্বাস বাড়ছে এবং দেশের স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে এ সংকট সমাধান করা না গেলে সাধারণ জনগণই ক্ষতির মুখে পড়বে।
আদিয়ালা কারাগারের সামনে অবস্থান
এদিকে মঙ্গলবার সন্ধ্যাতেও আদিয়ালা জেলের বাইরে ইমরান খানের বোনদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ও কেপি প্রদেশ প্রেসিডেন্ট জুনায়েদ আকবরসহ সিনিয়র নেতারা অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
গত সপ্তাহে ইমরানের বোন উজমা খানকে সাক্ষাৎ করতে দেওয়া হলেও অন্যদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। বোন আলিমা খান অভিযোগ করেন, রাষ্ট্র নিজেই আইন ভাঙছে এবং ১৪ মাস ধরে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককেও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
পুলিশ দুইবার তাদের সরে যেতে বললেও বোনেরা সমর্থকদের নিয়ে জেলের দিকে অগ্রসর হন। আদিয়ালা রোডের গোরখপুর মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। আলীমা খান সেখানে বসে এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘এটি অসাংবিধানিক ও বেআইনি। কেন ইমরান খানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে?’

ইসরাইল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত।
১ দিন আগে
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে তিন কিলোমিটার উত্তরে, এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
১ দিন আগে
এই প্রাকৃতিক দুর্যোগে আওমোরি অঞ্চলে অন্তত ৩০ জন আহত হয়েছেন, হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন এবং ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের পুনরায় ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে
ট্রাম্প এই হুমকির কারণ হিসেবে উল্লেখ করেছেন, ভারত ও কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং আলোচনা স্থবির হয়ে আছে।
১ দিন আগে