
ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে নিয়ে যাওয়ার পর হাতকড়া পরিয়ে মার্কিন আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। আদালতে মাদক সংক্রান্ত অভিযোগের বিবরণী পেশ করা হতে পারে মাদুরোর বিরুদ্ধে।
বিবিসি, আলজাজিরা ও দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিন কারাগার থেকে হেলিকপ্টারে করে মাদুরোকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের আদালত প্রাঙ্গণে। স্থানীয় সময় দুপুরের দিকে (বাংলাদেশ সময় মধ্যরাত) বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাকে হাজির করা হতে পারে।
দ্য গার্ডিয়ানে মাদুরোকে আদালতে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কড়া নিরাপত্তায় হাতকড়া পরা অবস্থায় মাদুরোকে নামানো হয় হেলিকপ্টার থেকে। এ সময় তার স্ত্রীকেও হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, মাদুরোর পরনে ছিল বাদামি রঙের পোশাক, উজ্জ্বল কমলা রঙের জুতা। অন্যদিকে সিলিয়ার পরনে ছিল ধূসর রঙের পোশাক ও একই রঙের কেডস ধরনের জুতা।
হেলিকপ্টার থেকে নামানোর পরপরই সস্ত্রীক মাদুরোকে কড়া পাহারায় একটি বিশেষ ভ্যানে তুলে আদালত প্রাঙ্গণের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে মাদুরোকে আদালতে উপস্থাপন করার আগেই ম্যানহাটনের আদালত প্রাঙ্গণের সামনে ভিড় করতে শুরু করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আদালত প্রাঙ্গণ থেকে বিবিসির প্রতিবেদক মেডলিন হ্যালপার্ট জানিয়েছেন, সেখানে খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন সাধারণ মানুষও।
এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অতর্কিত অভিযান চালিয়ে সস্ত্রীক নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। তাদের নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের এক আটককেন্দ্রে রাখা হয়।
এ অভিযানের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলাকে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। সেখানকার রাজনৈতিক নেতারা সহযোগিতা না করলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে নিয়ে যাওয়ার পর হাতকড়া পরিয়ে মার্কিন আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। আদালতে মাদক সংক্রান্ত অভিযোগের বিবরণী পেশ করা হতে পারে মাদুরোর বিরুদ্ধে।
বিবিসি, আলজাজিরা ও দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিন কারাগার থেকে হেলিকপ্টারে করে মাদুরোকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের আদালত প্রাঙ্গণে। স্থানীয় সময় দুপুরের দিকে (বাংলাদেশ সময় মধ্যরাত) বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাকে হাজির করা হতে পারে।
দ্য গার্ডিয়ানে মাদুরোকে আদালতে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কড়া নিরাপত্তায় হাতকড়া পরা অবস্থায় মাদুরোকে নামানো হয় হেলিকপ্টার থেকে। এ সময় তার স্ত্রীকেও হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, মাদুরোর পরনে ছিল বাদামি রঙের পোশাক, উজ্জ্বল কমলা রঙের জুতা। অন্যদিকে সিলিয়ার পরনে ছিল ধূসর রঙের পোশাক ও একই রঙের কেডস ধরনের জুতা।
হেলিকপ্টার থেকে নামানোর পরপরই সস্ত্রীক মাদুরোকে কড়া পাহারায় একটি বিশেষ ভ্যানে তুলে আদালত প্রাঙ্গণের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে মাদুরোকে আদালতে উপস্থাপন করার আগেই ম্যানহাটনের আদালত প্রাঙ্গণের সামনে ভিড় করতে শুরু করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আদালত প্রাঙ্গণ থেকে বিবিসির প্রতিবেদক মেডলিন হ্যালপার্ট জানিয়েছেন, সেখানে খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন সাধারণ মানুষও।
এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অতর্কিত অভিযান চালিয়ে সস্ত্রীক নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। তাদের নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের এক আটককেন্দ্রে রাখা হয়।
এ অভিযানের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলাকে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। সেখানকার রাজনৈতিক নেতারা সহযোগিতা না করলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার সীমান্তে কোকেন পাচারকারী গেরিলাদের বিরুদ্ধে ‘যৌথ কার্যক্রম’ গ্রহণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ট্রাম্প ও পেত্রোর মধ্যে টেলিফোনে কথা হলে তখন তারা এ বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা নিয়ে তার পরিকল্পনার পক্ষে এসব কোম্পানির সমর্থন আদায় করাই এ বৈঠকের উদ্দেশ্য।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তবে ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’— এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এটি ১৯৫২ সালে প্রণীত ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়মের প্রতিফলন, যা এখনো কার্যকর রয়েছে।
৬ ঘণ্টা আগে
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চাপ কমানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে