‘আগাম হামলা’ হতে পারে— ইসরায়েলকে ইঙ্গিত করে হুঁশিয়ারি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ২০: ৩২
২০২৫ সালের ১২ নভেম্বর ইরানের রাজধানী তেহরানে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আয়োজিত এক প্রদর্শনীতে ইরানের ক্ষেপণাস্ত্র, উপগ্রহ বহনকারী রকেট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: আনাদোলু এজেন্সি

শত্রুদের ওপর ‘আগাম হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ হুমকির ক্ষেত্রে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রতি ইঙ্গিত করেই এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ইরানের নবগঠিত ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’ গত মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়।

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ‘ইরানের অভ্যন্তরে যেকোনো আগ্রাসন বা অব্যাহত শত্রুতামূলক আচরণের জবাব দেওয়া হবে উপযুক্ত, কঠোর ও দৃঢ়ভাবে।’

এ ছাড়া কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রান্ত হওয়ার পর শুধু পালটা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যেকোনো ‘দৃশ্যমান হুমকির লক্ষণ’ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে।

২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় এই ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। কাউন্সিল বলেছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয় তাদের কাছে ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

এই হুঁশিয়ারির দুই দিন আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সমন্বয়ে সামরিক মহড়া চালিয়েছে। এসব মহড়ার উদ্দেশ্য ছিল বাহিনীর প্রস্তুতি যাচাই করা।

ইরানের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে যখন দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে, ঠিক তখন এ বিবৃতি জারি করা হলো।

ইরানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক পত্রিকা তেহরান টাইমসও আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এর মাধ্যমে কাউন্সিলের দেওয়া বার্তাই আবার নিশ্চিত করা হলো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাশিয়ার তেল কিনলে ৫০০% শুল্ক, ভারত-চীনের বিরুদ্ধে বিলে সই ট্রাম্পের

নানা ইস্যুতেই যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এমনকি ভেনেজুয়েলায় আগ্রাসন ইস্যুতেও ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটরা। রাশিয়া ইস্যুতে এসে সেই দুই দল এক হয়ে গেছে। আলোচিত এ বিলটিও এনেছেন দুই দলের দুই সিনেটর।

১ দিন আগে

জাতিসংঘের ৩১টিসহ ৬৬ সংস্থা থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এসব সংস্থার মধ্যে জাতিসংঘের সংস্থা রয়েঠে ৩১টি, বাকিগুলো জাতিসংঘের বাইরের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

১ দিন আগে

ইরানে ছড়িয়ে পড়ছে সহিংসতা, ৩৪ জন বিক্ষোভকারীর মৃত্যুর দাবি

অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে এবং দুই হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

১ দিন আগে

ভেনেজুয়েলার তেল খাত নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

১ দিন আগে