ভারতের অনুরোধ

হীরা ব্যবসায়ী মেহুল চোকসি বেলজিয়ামে গ্রেফতার

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৭: ০৮

ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) ঋণ জালিয়াতির মামলায় জড়িত হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। সোমবার তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

৬৫ বছর বয়সি মেহুল চোকসির আইনজীবী বিজয় আগারওয়াল বলেন, শনিবার বেলজিয়াম পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলে রয়েছেন। আমরা তার গ্রেফতারের বিরুদ্ধে আবেদন করব। একইসঙ্গে ভারতে প্রত্যর্পণের অনুরোধের বিরোধীতা করবো।

এ আইনজীবী আরও বলেন, ‘আমার মক্কেলের পালানোর ঝুঁকি নেই। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। বেলজিয়ামে তিনি চিকিৎসাধীন।’

২০১৮ সালে পিএনবির একটি শাখা থেকে ১৩ হাজার ৫০০ কোটি রূপির জালিয়াতিতে ধরা পড়েন চোকসি ও তার ভাতিজা নীরব মোদী। এরপর থেকেই তাদের খুঁজছে সিবিআই ও ইডি।

পিএনবি চোকসি, মোদী ও তার প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমসের ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ রয়েছে, আসামিরা মুম্বাইয়ে ব্যাংকের ব্র্যাডি হাউস শাখার কর্মকর্তাদের ঘুষ দিয়ে লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) ও ফরেন লেটার অফ ক্রেডিট (এফএলসি) তৈরি করেছিলেন।

এ জালিয়াতি সম্মুখে আসার আগেই ২০১৮ সালের জানুয়ারিতে ভারত ছাড়েন চৌকসি ও মোদী।

গত মাসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এনডিটিভিকে জানিয়েছিল, চৌকসি ইউরোপে রয়েছে। এবং তার বিষয়ে গুরুত্ব দিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, চোকসি ও তার স্ত্রী বেলজিয়ামের নাগরিক প্রীতির সঙ্গে অ্যান্টওয়ার্পে বসবাস করছেন। ওই দেশের রেসিডেন্সি কার্ড পেয়েছেন তিনি। এর আগে চৌকসি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় ছিলেন। সেখানকার নাগরিকত্বও আছে তার।

২০২১ সালে অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ হন চৌকসি। পরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরেকটি দেশ ডমিনিকায় তার হদিস মিলে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সেই তথ্যচিত্রের জন্য ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ বিবিসির

এর আগে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করে প্রকাশের জন্য গত সোমবার বিবিসিকে চিঠি দেন ট্রাম্পের আইনজীবীরা। ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়। এর জন্য বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

যুদ্ধবিরতির এক মাস: দিনে গড়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা

অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছে। আনতাবা শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে।

১৪ ঘণ্টা আগে

সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে পাকিস্তানের সংবিধান সংশোধন, বিরোধীদের ওয়াকআউট

সংশোধনী অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী ও বিমান বাহিনীও এখন থেকে সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পরও পদমর্যাদা বজায় থাকবে। সমালোচকরা বলছেন, এ পরিবর্তনের ফলে সামরিক বাহিনী ও ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।

২ দিন আগে

যুদ্ধবিরতির পরও গাজায় ১৫শ ভবন ধ্বংস করেছে ইসরায়েল

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির।

২ দিন আগে