কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত: নিহতের সংখ্যা বেড়ে ৩২

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৩: ৩৫
থাই সেনাদের কামানের গোলায় নিহত একজনের মরদেহ নিয়ে যাচ্ছেন কম্বোডিয়ার সেনারা। ছবি: সংগৃহীত

সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষে কম্বোডিয়ায় আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ নিয়ে চলমান এ সংঘাতে উভয় পক্ষের মোট ৩২ জন মারা গেলেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩২ জন।

আজ শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

কম্বোডিয়ার প্রিয়াহ ভিহিয়ার প্রদেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদপত্র দ্য খেমার টাইমস জানায়, সংঘাত শুরুর পর থাইল্যান্ডের সাথে উত্তরের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে প্রায় ২০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াটা জানান, সাতজন বেসামরিক নাগরিক ও পাঁচজন সেনাসদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত হতে পেরেছেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার থাই রকেট হামলায় একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া আরও একজন কম্বোডিয়ান নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

মুখপাত্র আরও জানান, কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক এবং ২০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।

থাইল্যান্ডের পক্ষ থেকে গত দুই দিনের সংঘাতে শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক ও ছয়জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার থাই রকেট হামলায় একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া আরও একজন কম্বোডিয়ান নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

মুখপাত্র আরও জানান, কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক এবং ২০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।

থাইল্যান্ডের পক্ষ থেকে গত দুই দিনের সংঘাতে শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক ও ছয়জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এছাড়া কম্বোডিয়ার হামলায় ২৯ জন থাই সেনা এবং ৩০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

থাই কর্মকর্তারা জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৩০০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

শুক্রবার থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংলগ্ন আটটি জেলায় মার্শাল ল জারি করে দুই দেশের স্থানীয় প্রশাসন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার স্কুল ভবন ধসে রাজস্থানে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা ৪০

ভারতের রাজস্থানে একটি স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া আরও অন্তত ৪০ শিক্ষার্থী ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

২ দিন আগে

ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও সাড়ে চার শতাধিক মানুষ।

২ দিন আগে

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।

২ দিন আগে

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাতে নিহত ১২

দুপক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে গোলাগুলি হয়। দুপক্ষেরই দাবি, অন্য পক্ষ প্রথমে গুলি চালিয়েছে। থাইল্যান্ড অভিযোগ তোলে, কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।

২ দিন আগে