
ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এর বিরুদ্ধে নিন্দা জানানোর ঘটনা আরও প্রবল হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাক্বায়ী পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন, এই পদক্ষেপ ইসরায়েলি হুমকির বিষয়ে আঞ্চলিক পর্যায়ে একটি অভিন্ন উপলব্ধি এবং আগ্রাসন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।
তিনি মিশরের উদ্যোগে প্রকাশিত ২১টি আরব ও মুসলিম দেশের যৌথ বিবৃতির প্রশংসা করে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। ওই বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা নিষিদ্ধ করার এবং গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বৈশ্বিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কূটনৈতিক স্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাক্বচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান এবং ইউরোপের তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলাদা আলাদা টেলিফোনালাপে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সংঘাতের সম্ভাব্য বিস্তারের বিষয়ে সতর্ক করে বলেন, ইরানের আত্মরক্ষার বৈধ ও আইনসম্মত পদক্ষেপগুলো অত্যন্ত দৃঢ় হবে এবং তা ইসরায়েলকে অনুতপ্ত করবে।
টেলিফোন কথোপকথনের সময় ইউরোপীয় নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং কূটনৈতিক পথে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এর বিরুদ্ধে নিন্দা জানানোর ঘটনা আরও প্রবল হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাক্বায়ী পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন, এই পদক্ষেপ ইসরায়েলি হুমকির বিষয়ে আঞ্চলিক পর্যায়ে একটি অভিন্ন উপলব্ধি এবং আগ্রাসন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।
তিনি মিশরের উদ্যোগে প্রকাশিত ২১টি আরব ও মুসলিম দেশের যৌথ বিবৃতির প্রশংসা করে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। ওই বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা নিষিদ্ধ করার এবং গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বৈশ্বিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কূটনৈতিক স্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাক্বচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান এবং ইউরোপের তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলাদা আলাদা টেলিফোনালাপে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সংঘাতের সম্ভাব্য বিস্তারের বিষয়ে সতর্ক করে বলেন, ইরানের আত্মরক্ষার বৈধ ও আইনসম্মত পদক্ষেপগুলো অত্যন্ত দৃঢ় হবে এবং তা ইসরায়েলকে অনুতপ্ত করবে।
টেলিফোন কথোপকথনের সময় ইউরোপীয় নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং কূটনৈতিক পথে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রুটে বক্তৃতা শেষ করেন এই সতর্কবার্তা দিয়ে যে, ইউরোপের অলস হওয়ার সুযোগ নেই; রাশিয়ার বাড়তে থাকা হুমকি মোকাবিলার জন্য জরুরি প্রস্তুতি নিতে হবে।
২ দিন আগে
বুলগেরিয়ার আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, ‘বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর এখনই সময়। আমরা যেন অলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিত্বকারী শক্তির হাত থেকে মুক্ত হতে পারি।’
২ দিন আগে
২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
২ দিন আগে