ভারত-চীনে পুনরায় সরাসরি ফ্লাইট চালু

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট আবার শুরু হয়েছে। এটি দুই দেশের সম্পর্কের মধ্যে বিদ্যমান শীতলতা কমার ইঙ্গিত দিচ্ছে। খবর বিবিসির।

সোমবার কলকাতা থেকে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইট ৬ই ১৭০৩ প্রায় ১৮০ যাত্রী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝৌতে পৌঁছায়।

দুই দেশের মধ্যে উড়োজাহাজ চলাচল প্রথমে ২০২০ সালের শুরুতে কোভিড মহামারির সময় স্থগিত করা হয়। পরে হিমালয় সীমান্ত অঞ্চলে একটি বিতর্কিত প্রাণঘাতী সংঘর্ষের পর উত্তেজনা বাড়ায় উড়োজাহাজ চলাচল পুনরায় আর চালু হয়নি।

কিন্তু দুই দেশ তাদের সম্পর্ক ধীরে ধীরে পুনর্নির্মাণ করছে এবং গত বছর তারা সীমান্ত পাহারার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত আগস্টে চীনে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সফর করেন। একই মাসে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন।

ভারতীয় সরকার জানিয়েছে, উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হলে 'মানুষের সঙ্গে মানুষের সংযোগ' সহজ হবে এবং 'দুই দেশের পারস্পরিক বিনিময়ের ধাপে ধাপে স্বাভাবিকীকরণ' সম্ভব হবে।

ভারত চীনা পর্যটকদের জন্য ভিসা অনুমোদন দেওয়াও পুনরায় শুরু করেছে।

রোববার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো যাত্রীরা চেক-ইন করার সময় এয়ারলাইন স্টাফরা সরাসরি উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া উদযাপন করতে পিতলের প্রদ্বীপ জ্বালান।

একজন সিনিয়র চীনা কনস্যুলার কর্মকর্তা চিন ইয়ং, সাংবাদিকদের বলেন, এটি 'ভারত-চীন সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন'।

একজন যাত্রী বলেন, সরাসরি ফ্লাইট লজিস্টিক সহযোগিতা বাড়াবে এবং যাত্রার সময় কমাবে।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স নভেম্বর মাসে শাংহাই এবং দিল্লির মধ্যে একটি ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গায়িকা থেকে বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

১ দিন আগে

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি

পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে।

২ দিন আগে

প্যানোরামা সম্পাদনা, বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

২ দিন আগে

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

২ দিন আগে