ইসরায়েলের ওপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিবের কয়েকটি ভবন। ছবি: রয়টার্স

ইরান ও ইসরায়েলের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। দুই দেশের নেতারাই পরস্পরের বিরুদ্ধে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন।

এর মধ্যে রোববারের (১৫ জুন) হামলায় ইরানের ইসলামি রেভ্যুলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) থেকে এখন পর্যন্ত ২২৪ জন ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে রোববার রাতে আরও ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান। হাইফা, তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে। ইসরায়েল বলছে, এসব হামলা ঠেকানোর জন্য তাদের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ সংঘাতের ফলে ইরানের সরকার পরিবর্তন হতে পারে।

তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র

তেল আবিবের আকাশে রাতভর ক্ষেপণাস্ত্রের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন সংবাদদাতারা। ইসরায়েলের সামরিক বাহিনীও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে।

বিবিসি ওয়ার্ল্ডের আকরিতি থাপার তেল আবিব থেকে সোমবার সকালে জানিয়েছেন, ওই সময় লোকজনকে দ্রুত সুরক্ষিত এলাকায় সরে যেতে বলা হয়। তবে কিছুক্ষণ পর সাইরেন বাজানো বন্ধ করা হয়। এরপর সেখানে বড় শব্দ শোনা গেছে। এরপর থেকে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের সাইরেন বেজেই চলেছে। আকাশে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছেন। হামলা ঠেকাতে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় আছে।

হাইফায় ব্যাপক হামলা

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের হামলায় অনেক মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তেল আবিব থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের এই শহরটিতে হামলার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।

খবরে বলা হয়েছে, হামলা হয়েছে— এমন জায়গাগুলোতে আগুন দেখা যাচ্ছে। ইরানের সবশেষ এই হামলার পর ইসরায়েলের জরুরি সেবার কর্মীরা তাদের কাজ শুরু করেছে।

ইসরায়েলের সর্বশেষ হামলা

বিবিসি নিউজের সাইমন হ্যানকক লিখেছেন, সোমবার প্রথম প্রহরে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্যই ইসরায়েল ইরানে হামলা করেছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো বলছে।

এর আগেই ইরান তাদের গোয়েন্দা বিভাগের প্রধান, তার একজন সহকারী ও একজন কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তেহরানে ইসরায়েলের হামলায় তারা নিহত হয়েছেন।

অন্যদিকে রোববার সন্ধ্যায় ইসরায়েলে ইরানের হামলায় আটজন নিহত হয়েছে। এর মধ্যে হাইফা শহরে নিহত হয়েছে সাতজন।

Iron-Dome-In-Tel-Aviv-15-06-2025

ইরানের হামলা ঠেকাতে তেল আবিবের আকাশে আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা থেকে মিসাইল ইন্টারসেপ্টর ছুড়ে দেওয়া হয়। ছবি: এপি

ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার দাবি

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি স্থাপনায় হামলা করেছে। তাদের দাবি, ওই স্থাপনা থেকে ইরান ভূমি বা সাগর থেকে ভূমি কিংবা সাগরে থাকা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।

আইডিএফের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আইডিএফ এখন ইরানের মধ্যাঞ্চলে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন ন্যাটো প্রধান

রুটে বক্তৃতা শেষ করেন এই সতর্কবার্তা দিয়ে যে, ইউরোপের অলস হওয়ার সুযোগ নেই; রাশিয়ার বাড়তে থাকা হুমকি মোকাবিলার জন্য জরুরি প্রস্তুতি নিতে হবে।

২ দিন আগে

‘ক্ষমতা জনগণের হাতে ফেরাতে’ সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী

২ দিন আগে

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

বুলগেরিয়ার আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, ‘বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর এখনই সময়। আমরা যেন অলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিত্বকারী শক্তির হাত থেকে মুক্ত হতে পারি।’

২ দিন আগে

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, জারি হলো সুনামি সতর্কতা

২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

২ দিন আগে