top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

পোপ সেজে ছবি পোস্ট করে কড়া সমালোচনার মুখে ট্রাম্প

পোপ সেজে ছবি পোস্ট করে কড়া সমালোচনার মুখে ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোপের সাজ নিয়ে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন ক্যাথলিক সম্প্রদায়, বিশেষ করে নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স।

ছবিটি শেয়ার করা হয়েছে হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। ছবিটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে, যখন ক্যাথলিক বিশ্ব প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত।

গত ২১ এপ্রিল মৃত্যু হয়েছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সবার নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ তা নিয়েই চলছে নানা জল্পনা।

তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত রঙিন ছবিতে দেখা যাচ্ছে। তার ডান তর্জনী আকাশের দিকে তাক করে, সাদা পোশাক, একটি সোনার ক্রুশবিদ্ধ দুল এবং মিটার টুপিসহ পোপের রাজকীয় প্রতীক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। রসিকতা করে পরবর্তী পোপ হিসেবে নিজেকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা পোষণের কয়েকদিন পর এমন ছবি সামনে এল।

এই ছবি দেখে ক্ষুব্ধ হয়ে নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এক্সে লিখেছে, ‘এই ছবিতে কিছুই বুদ্ধিদীপ্ত বা রসিকতা নেই প্রেসিডেন্ট সাহেব। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সদ্য বিদায় দিয়েছি। কার্ডিনালরা নতুন সেন্ট পিটার-এর উত্তরসূরি নির্বাচনের জন্য কাজ করছেন। আমাদের বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করবেন না।’

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি পোপ হতে চাই।’ সেই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই এআই-ছবিটি পোস্ট করা হয়।

পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান? ওয়াশিংটনে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেছেন, ‘আমিই চাইব পরবর্তী পোপ হতে। এটিই হবে আমার এক নম্বর পছন্দ’। এ কথা বলার পরই অবশ্য আসলে কে পোপের দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আসলে আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন। তিনি খুব ভালো। দেখা যাক কী হয়’।

পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্ধারণে ভ্যাটিকানে বুধবার থেকে শুরু হচ্ছে কনক্লেভ। এ নিয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ভ্যাটিকান মুখপাত্র মাত্তেও ব্রুনি ট্রাম্পের পোস্ট সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ইতালির বামপন্থী সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করে লিখেছেন, ‘এই ছবি বিশ্বাসীদের অবমাননা করে, ধর্মীয় প্রতিষ্ঠানকে অপমান করে এবং প্রমাণ করে যে, ডানপন্থীদের এই নেতা সার্কাসে রসিকতা করতেই পছন্দ করেন।’

তবে হোয়াইট হাউজ এই সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন এবং সবসময় ক্যাথলিক ও ধর্মীয় স্বাধীনতার পক্ষেই অবস্থান নিয়েছেন।’

সূত্র : বিবিসি

r1 ad
top ad image