অবশেষে কুয়েটের ভিসি-প্রোভিসিকে অপসারণ করে প্রজ্ঞাপন

খুলনা ব্যুরো
কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদ (বাঁয়ে) ও উপউপাচার্য শেখ শরীফুল আলম (ডানে)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদ ও উপউপাচার্য শেখ শরীফুল আলমকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অপসরণ করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩-এর ১০/২ ধারা অনুযায়ী উপাচার্যকে এবং ১২/২ ধারা অনুযায়ী উপউপাচর্যকে প্রত্যাহার করে অব্যহতি দিয়ে নিজ নিজ বিভাগে প্রত্যাবর্তন করা হলো।

কুয়েট শিক্ষার্থীদের ৬৫ দিনের আন্দোলন ও ৫৮ ঘণ্টার অনশনের পর ভিসি ও প্রোভিসিকে অপসারণের এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার। এ আন্দোলনের সূচনা গত ১৮ ফেব্রুয়ারি, যেদিন ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হলে পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি করা হয়। রাতে খানজাহান আলী থানায় অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন।

২০ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সব রাজনৈতিক ছাত্রসংগঠনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা খুলনা থেকে ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত হয়।

সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করাসহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর মধ্যে কুয়েটের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে নগরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার হোসেন আলী নামের এক ব্যক্তি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা করেন।

আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা ১৩ এপ্রিল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে, আন্দোলন আবারও দানা বাঁধতে থাকে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ১৫ এপ্রিল থেকে উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

টানা কয়েক দিনের আন্দোলনে কোনো ফল না এলে ২১ এপ্রিল পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ৩২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। টানা ৫৮ ঘণ্টার অনশনে অসুস্থ হয়ে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। আরও দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের বাড়িতে নিয়ে যান স্বজনরা।

শেষ পর্যন্ত বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টার পর ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান অনশনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ভিসি ও প্রোভিসির পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। এরও প্রায় ৪০ ঘণ্টা পর তাদের দুজনকে অপসারণে করে প্রজ্ঞাপন জারি করল মন্ত্রণালয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গত তিন নির্বাচনের কেউ এবার দায়িত্বে থাকবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইনবহির্ভূত কাজ না করে সে বিষয়েও নির্দেশনা দেওয়ার আলোচনা হয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষা

২ ঘণ্টা আগে

ভাতা বৃদ্ধিসহ ৩ দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

৪ ঘণ্টা আগে

প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান শুরু, পাবে ৫ কোটি শিশু

এই কর্মসূচির আওতায় আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

৫ ঘণ্টা আগে

এহছানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব

৬ ঘণ্টা আগে