আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন ভালো হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কী হবে, কী হবে না—তা নির্ধারণ করবে তরুণ সমাজ। তাই গণতন্ত্র রক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ ও সংকটময় পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে স্থিতিশীল করা এবং রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান সরকারের মূল দায়িত্ব তিনটি—সংস্কার, বিচার এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারের নির্বাচন ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।

কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের স্বার্থে দেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’ রায়ের পক্ষেই অবস্থান নেবে।

আগামী সংসদ নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এরূপ অভিযোগ দায়ের করা হয় যে, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি

২ ঘণ্টা আগে

৪টি নতুন থানা স্থাপন ও একটি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে চারটি নতুন থানা স্থাপন ও একটি মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া

২ ঘণ্টা আগে

দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে, নির্দেশনা ডিএনসিসির

রাজধানী ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া-সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

৩ ঘণ্টা আগে

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৬ ঘণ্টা আগে