কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার, শিক্ষক-প্রশাসন একমত

খুলনা ব্যুরো
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

দীর্ঘ প্রায় ছয় মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই)। শিক্ষক-প্রশাসনের আলোচনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তিন মাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করলে উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।

সোমবার (২৭ জুলাই) সকালে শিক্ষক সমিতি আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় এবং দুপুরে নবনিযুক্ত উপাচার্য ক্লাস শুরুর আদেশ জারি করেন। এর আগে তিনি গত দুদিন ধরে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে আমরা তিন মাসের জন্য আন্দোলন স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা ক্লাসে যোগ দেবেন।

উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তদন্ত কার্যক্রম ও একাডেমিক কার্যক্রম একসঙ্গে চলবে। তাই মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।

এই ঘটনার পর ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর ৪ মে থেকে শিক্ষক সমিতি ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। দীর্ঘ এই অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার আবারও সচল হচ্ছে কুয়েটের একাডেমিক কার্যক্রম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশ অনুমোদন

রাজধানীর সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অনুমোদন করেছে সরকার। অর্ন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

১৬ ঘণ্টা আগে

কোনো ভোটারের এনআইডি নিলে শাস্তির হুঁশিয়ারি ইসির

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়প

১৬ ঘণ্টা আগে

৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর মাধ্যমে ৩,২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগ দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে