কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার, শিক্ষক-প্রশাসন একমত

খুলনা ব্যুরো
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

দীর্ঘ প্রায় ছয় মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই)। শিক্ষক-প্রশাসনের আলোচনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তিন মাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করলে উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।

সোমবার (২৭ জুলাই) সকালে শিক্ষক সমিতি আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় এবং দুপুরে নবনিযুক্ত উপাচার্য ক্লাস শুরুর আদেশ জারি করেন। এর আগে তিনি গত দুদিন ধরে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে আমরা তিন মাসের জন্য আন্দোলন স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা ক্লাসে যোগ দেবেন।

উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তদন্ত কার্যক্রম ও একাডেমিক কার্যক্রম একসঙ্গে চলবে। তাই মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।

এই ঘটনার পর ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর ৪ মে থেকে শিক্ষক সমিতি ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। দীর্ঘ এই অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার আবারও সচল হচ্ছে কুয়েটের একাডেমিক কার্যক্রম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশ্বসেরার তালিকায় ঢাবির ৩৫ শিক্ষক-গবেষক

ঢাবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি ও সহলেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়েছে। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণ

৭ ঘণ্টা আগে

ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক হতে হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে। এ ব্যাপারে আবারও কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

৭ ঘণ্টা আগে

ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে কেন নতুন আসন গঠন করা হবে না— তা জানতে নির্বাচন কমিশনকে রুল জারি করেছেন হাইকোর্ট। বর্তমানে ফরিদপুর-৪ আসনের আওতাধীন রয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা।

১১ ঘণ্টা আগে

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

১১ ঘণ্টা আগে