
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি চলাকালে প্রার্থীদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানি চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানির এক পর্যায়ে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান কমিশন।
আইনজীবীরা ব্যাখ্যা প্রদান শুরু করেন। ব্যাখ্যার শেষ পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন পুরো কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দিয়ে আসন ত্যাগ করেন। কমিশন মঞ্চ ছাড়ার পরপরই সেখানে উপস্থিত আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা মঞ্চের সামনে জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু (যার মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়ায় শুনানির অপেক্ষায় ছিল) উপস্থিত বিরোধীদের উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ঠিক সেই মুহূর্তে অন্য একটি আপিলের শুনানির জন্য অডিটোরিয়ামে উপস্থিত থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে পড়েন। আব্দুল আউয়াল মিন্টুর ক্ষোভ প্রকাশের ধরণ নিয়ে তিনি তীব্র আপত্তি তোলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নিলে তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিরতির পর পুনরায় শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। তিনি বলেন, 'বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন।' এ সময় এনসিপির এই নেতা কমিশনের কাছে এ বিষয়ে রুলিং দাবি করেন।
একই সময়ে অপর একজন আইনজীবী অভিযোগ করেন যে, শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করেছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা ঘটনাটি শুনেছি। এটাকে আমরা অনাকাঙ্ক্ষিত বলব। আশা করছি, কেউ আর এই ধরনের ঘটনা ঘটাবেন না।' একইসঙ্গে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি চলাকালে প্রার্থীদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানি চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানির এক পর্যায়ে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান কমিশন।
আইনজীবীরা ব্যাখ্যা প্রদান শুরু করেন। ব্যাখ্যার শেষ পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন পুরো কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দিয়ে আসন ত্যাগ করেন। কমিশন মঞ্চ ছাড়ার পরপরই সেখানে উপস্থিত আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা মঞ্চের সামনে জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু (যার মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়ায় শুনানির অপেক্ষায় ছিল) উপস্থিত বিরোধীদের উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ঠিক সেই মুহূর্তে অন্য একটি আপিলের শুনানির জন্য অডিটোরিয়ামে উপস্থিত থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে পড়েন। আব্দুল আউয়াল মিন্টুর ক্ষোভ প্রকাশের ধরণ নিয়ে তিনি তীব্র আপত্তি তোলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নিলে তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিরতির পর পুনরায় শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। তিনি বলেন, 'বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন।' এ সময় এনসিপির এই নেতা কমিশনের কাছে এ বিষয়ে রুলিং দাবি করেন।
একই সময়ে অপর একজন আইনজীবী অভিযোগ করেন যে, শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করেছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা ঘটনাটি শুনেছি। এটাকে আমরা অনাকাঙ্ক্ষিত বলব। আশা করছি, কেউ আর এই ধরনের ঘটনা ঘটাবেন না।' একইসঙ্গে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৮ ঘণ্টা আগে
উপদেষ্টা বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে।
৯ ঘণ্টা আগে
ইসি মাছউদ বলেন, তবে দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করাসহ কিছু বিষয় বিবেচনার সুযোগ রয়েছে; কিন্তু বিদেশের পোস্টাল ব্যালটের জন্য কোনো পরিবর্তন করা হচ্ছে না।
১১ ঘণ্টা আগে
ফটোকার্ডে লেখা, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’তে সিল দিন।’
১১ ঘণ্টা আগে