প্রতিবেদক, রাজনীতি ডটকম
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।
শনিবার (৫ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লা থেকে যাত্রী বোঝাই হয়ে বাসগুলো প্রবেশ করছে টার্মিনালে।
গাবতলীতে কথা হয় বেসরকারি চাকরিজীবী মোসলেম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, অফিস শুরু হয়ে গেছে, তাই ছুটি কাটিয়ে চলে আসলাম। এবারের ঈদযাত্রা মোটামুটি ভোগান্তি ছাড়াই কেটেছে।
আরেক চাকরিজীবী ফাহাদ সালেকিন বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো বলে বাড়তি ছুটি নিয়েছিলাম, আজ ফিরলাম। কাল থেকে অফিসে জয়েন করবো।
পরিবারসহ মাগুরা থেকে ফিরেছেন আবুল কাশেম। তিনি বলেন, কাজকর্ম শুরু হয়ে গেছে, তাই চলে আসছি। বাবা-মায়ের সঙ্গে আরও দু-একদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই।
বাস সংশ্লিষ্টরা জানান, দূরপাল্লার প্রতিটি বাসই যাত্রী নিয়ে ফিরছে। আজ সারাদিনই ঢাকাগামী যাত্রীর চাপ থাকবে।
সোহাগ পরিবহনের কর্মী সিদ্দিকুর বলেন, আমাদের প্রতিটি বাসই যাত্রীবোঝাই হয়ে ফিরছে। আজ সারাদিনই এভাবে ফিরতে থাকবে। তবে এবার যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পেরেছে।
ঈগল পরিবহনের কর্মী এমরান মাহমুদ বলেন, রাস্তায় তেমন জ্যাম না থাকায় প্রতিটি বাসই সময়মতো ঢাকায় ঢুকছে। তাই যাত্রীদের এবার তেমন ভোগান্তি হয়নি।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনালজুড়ে পুলিশের উপস্থিতি ও টহলদারি লক্ষ্য করা গেছে।
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।
শনিবার (৫ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লা থেকে যাত্রী বোঝাই হয়ে বাসগুলো প্রবেশ করছে টার্মিনালে।
গাবতলীতে কথা হয় বেসরকারি চাকরিজীবী মোসলেম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, অফিস শুরু হয়ে গেছে, তাই ছুটি কাটিয়ে চলে আসলাম। এবারের ঈদযাত্রা মোটামুটি ভোগান্তি ছাড়াই কেটেছে।
আরেক চাকরিজীবী ফাহাদ সালেকিন বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো বলে বাড়তি ছুটি নিয়েছিলাম, আজ ফিরলাম। কাল থেকে অফিসে জয়েন করবো।
পরিবারসহ মাগুরা থেকে ফিরেছেন আবুল কাশেম। তিনি বলেন, কাজকর্ম শুরু হয়ে গেছে, তাই চলে আসছি। বাবা-মায়ের সঙ্গে আরও দু-একদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই।
বাস সংশ্লিষ্টরা জানান, দূরপাল্লার প্রতিটি বাসই যাত্রী নিয়ে ফিরছে। আজ সারাদিনই ঢাকাগামী যাত্রীর চাপ থাকবে।
সোহাগ পরিবহনের কর্মী সিদ্দিকুর বলেন, আমাদের প্রতিটি বাসই যাত্রীবোঝাই হয়ে ফিরছে। আজ সারাদিনই এভাবে ফিরতে থাকবে। তবে এবার যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পেরেছে।
ঈগল পরিবহনের কর্মী এমরান মাহমুদ বলেন, রাস্তায় তেমন জ্যাম না থাকায় প্রতিটি বাসই সময়মতো ঢাকায় ঢুকছে। তাই যাত্রীদের এবার তেমন ভোগান্তি হয়নি।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনালজুড়ে পুলিশের উপস্থিতি ও টহলদারি লক্ষ্য করা গেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুইজন আইনজীবী সময়ের আবেদন করলে পরর্বতী শুনানি সোমবার (৭ জুলাই) নির্ধারণ করেছে আদালত।
৪ ঘণ্টা আগেপররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ইরান থেকে দুবাই হয়ে ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গত সোমবার তারা পাকিস্তানের করাচি থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেন। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসেন।
৫ ঘণ্টা আগেবিশ্ব মুসলিম উম্মাহর জন্য এই ১০ দিন শুধু আবেগ নয়, আত্মশুদ্ধি ও আত্মজিজ্ঞাসারও উপলক্ষ্য। ইসলামি ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন— আশুরা দিবস, তেমনিভাবে ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত এ মাসকে দিয়েছে অমরতা।
৮ ঘণ্টা আগে