ডেস্ক, রাজনীতি ডটকম
প্রথম সেশনের খেলায় সুবিধা করতে না পারা বাংলাদেশ ৭১ রানে হারিয়েছে ২ উইকেট। লাঞ্চের আগে ওপেনার সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২৮ রানের জুটি না হলেও ৫০ রানের আগেই পতন হতে পারতো আরও কয়েক উইকেটের।
তবে এই জুটিও ভালো কিছু বয়ে আনতে পারেনি বাংলাদেশের জন্য। মধ্যাহ্ন বিরতির পর সাদমান এবং শান্ত দুজনই কাটা পড়েছেন লঙ্কান বোলারদের বলে। ১ ওভারের ব্যবধানে দুজনকেই ফিরতে হয়েছে সাজঘরে।
গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়া শান্তর ওপর আশাটা বেশি ছিল সমর্থকদের। কলম্বোতেও দলের বিপর্যয়ে হাল ধরে খেলবেন ইনিংস গড়ে দেওয়া এক ঝলমলে ইনিংস। কিন্তু সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। মধ্যাহ্ন বিরতির পর দলের বোর্ডে ৩ রান যোগ হতেই তৃতীয় উইকেটের পতন হয় সফরকারীদের। ৮ রান করা শান্ত দলীয় ৭৪ রানে আউট হন বিশ্ব ফার্ন্দান্দোর বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে।
উইকেটে বেশ ভালোই থিতু হয়ে গিয়েছিলেন সাদমান ইসলাম। প্রথম সেশনে দুই সঙ্গীকে সাজঘরে যেতে দেখেও তিনি একপ্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন। কিন্তু শান্তর বিদায়ের পর ঘটে তার মনযোগেও ব্যাঘাত। থারিন্দু রত্নায়েকের বলে শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে।
আউট হওয়ার আগে খেলেন ৪৬ রানের ইনিংস। মধ্যাহ্ন বিরতির পর তার ব্যাটে নতুন করে যোগ হয় ৩ রান। সাদমানের বিদায়ে ৭ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে মাঠে আছেন দুই উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
প্রথম সেশনের খেলায় সুবিধা করতে না পারা বাংলাদেশ ৭১ রানে হারিয়েছে ২ উইকেট। লাঞ্চের আগে ওপেনার সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২৮ রানের জুটি না হলেও ৫০ রানের আগেই পতন হতে পারতো আরও কয়েক উইকেটের।
তবে এই জুটিও ভালো কিছু বয়ে আনতে পারেনি বাংলাদেশের জন্য। মধ্যাহ্ন বিরতির পর সাদমান এবং শান্ত দুজনই কাটা পড়েছেন লঙ্কান বোলারদের বলে। ১ ওভারের ব্যবধানে দুজনকেই ফিরতে হয়েছে সাজঘরে।
গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়া শান্তর ওপর আশাটা বেশি ছিল সমর্থকদের। কলম্বোতেও দলের বিপর্যয়ে হাল ধরে খেলবেন ইনিংস গড়ে দেওয়া এক ঝলমলে ইনিংস। কিন্তু সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। মধ্যাহ্ন বিরতির পর দলের বোর্ডে ৩ রান যোগ হতেই তৃতীয় উইকেটের পতন হয় সফরকারীদের। ৮ রান করা শান্ত দলীয় ৭৪ রানে আউট হন বিশ্ব ফার্ন্দান্দোর বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে।
উইকেটে বেশ ভালোই থিতু হয়ে গিয়েছিলেন সাদমান ইসলাম। প্রথম সেশনে দুই সঙ্গীকে সাজঘরে যেতে দেখেও তিনি একপ্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন। কিন্তু শান্তর বিদায়ের পর ঘটে তার মনযোগেও ব্যাঘাত। থারিন্দু রত্নায়েকের বলে শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে।
আউট হওয়ার আগে খেলেন ৪৬ রানের ইনিংস। মধ্যাহ্ন বিরতির পর তার ব্যাটে নতুন করে যোগ হয় ৩ রান। সাদমানের বিদায়ে ৭ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে মাঠে আছেন দুই উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
সারজিস আলম বলেন, ‘যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো নির্বাচন কমিশনের মার্কার তালিকায় কিভাবে থাকে? এটা তো তাদেরও রুচিবোধের প্রকাশ। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে। একটা নির্বাচন কমিশনের মার্কায় মুলা, বেগুন, খাট, থালাবাটি থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়েছে
১৬ ঘণ্টা আগে