অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ আক্ষেপ ঘোচাল পিএসজি

ডেস্ক, রাজনীতি ডটকম

পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিল ইন্টার মিলানকে, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে! তাতে অধরা শিরোপাটাও ঘরে তোলা হয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নদের। শুরুটা হয় সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমিকে দিয়ে। প্রথম গোলটা তিনিই করলেন। সাবেক ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেও উদযাপনটা করেননি তিনি।

তবে তার গোলটা বানিয়ে দিলেন যিনি, সে দেজ্যের দুয়ের অবশ্য এসবের ধার ধারেননি। ধারবেনই বা কেন? ১৯ বছর বয়সে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছেন, সেই ফাইনালেই আলো কেড়ে নিয়ে চুপচাপ থাকবে কোন পাগলে? দুয়ে অন্তত সে পাগল নন, তিনি পাগল বানিয়ে ছেড়েছেন তার বয়সের চেয়ে প্রায় দ্বিগুণ বয়সী ডিফেন্ডারদের। ২০ মিনিটে প্রথম আর ৬৩ মিনিটে করলেন দ্বিতীয়টা। যে ম্যাচে উসমান দেম্বেলে, লাওতারো মার্তিনেজদের মতো ব্যালন ডি'অর প্রত্যাশীরা আছেন, সে ম্যাচে সব আলো কেড়ে নেন এখনও ২০ না ছোঁয়া দুয়ে।

দ্বিতীয় গোলের পর ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি খানিকটা তেঁতে উঠেছিলেন, খুলে ফেলেছিলেন কোটটা। তবে সময় যত গেছে, ততই সে তেজ হারিয়েছেন তিনি। খিচা কাভারাতশখেলিয়ার পা থেকে যখন এল চতুর্থ গোলটা, তখন পিএসজির জয় নিশ্চিত হয়ে যায়, সিমোন ইনজাঘিও মেনে নেন, এবারও হলো না। শেষ দিকে মাইলুলুর গোলে পিএসজি ব্যবধানটা আরেকটু বাড়িয়েছে। ম্যাচ শেষ করেছে ৫-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন একপেশেভাবে জিততে পারেনি কোনো দল, পিএসজি তাদের প্রথম শিরোপাটা জিতল এভাবেই।

এদিকে ইন্টার এই নিয়ে ৩ বছরে ২ ফাইনালে হারল। সেবারের সঙ্গে এবারের মিল আছে অবশ্য। আগেরবার কখনো চ্যাম্পিয়ন্স লিগ না জেতা ম্যানচেস্টার সিটির হাতে শিরোপাটা তুলে দিয়েছিল ইন্টার, তাতে প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জিতেছিলেন পেপ গার্দিওলা। এবার যখন পিএসজি এভাবে উড়িয়ে দিল ইন্টারকে, তখন এই ক্লাবটাও পূরণ করল ‘ট্রেবল’; গার্দিওলার পথ ধরে লুইস এনরিকে জিতলেন ট্রেবল, দুটি ভিন্ন ক্লাবের হয়ে। গার্দিওলা এনরিকেকে এক সুতোয় গাঁথল বার্সেলোনা, দু’জনেই সে ক্লাবের হয়ে জিতেছিলেন নিজেদের প্রথম ট্রেবলটা।

নেইমার খুব কাছে নিয়ে গিয়েছিলেন বছর পাঁচেক আগে, সেবার হয়নি। এরপর লিওনেল মেসিকে দলে টেনেছিল পিএসজি, এরপরও হয়নি। কিলিয়ান এমবাপ্পে দলটার টালিসমান ছিলেন শেষ দিকে, তখনও তাদের ভাগ্যে শিকে ছেঁড়েনি। তাদের তিনজনকে ছাড়া প্রথম মৌসুম ছিল এবার, আর এবারই বাজিমাত করল পিএসজি!

সেটা সম্ভব হলো তারকা সংস্কৃতিকে পায়ে ঠেলে তবেই। আর এই সংস্কৃতির মূল নায়ক লুইস এনরিকে। গেল মৌসুমে পিএসজি ছাড়ছেন যখন কিলিয়ান এমবাপে, তখন তাকে রাখার কোনো চেষ্টাই করেননি তিনি। কেন করেননি তার প্রমাণটাই আজ রাতে দিল তার দল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি হেলথ রিপোর্টার্স ফোরামের

অধূমপায়ী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় তামাক কোম্পানির সম্পৃক্ততা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

১৪ ঘণ্টা আগে

ফ্যাসিবাদের শেষ শিকড় উৎখাত করে জনতার বাংলাদেশ গড়ে তুলব : ছাত্র অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে ফ্যাসিবাদের শেষ শিকড় উৎখাত করে ‘জনতার বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর

১৪ ঘণ্টা আগে

আ.লীগের অপরাধ তদন্ত শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর

প্রসিকিউটর বলেন, এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও অপরাধের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে তাদের ব্যাপারেও আমাদের তদন্ত সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে।

১৫ ঘণ্টা আগে

দেশে এখনও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি : পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনো আমরা এমন একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো গড়তে পারিনি, যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ফলে বর্তমান বাস্তবতায় কিছু মৌলিক ও সীমিত লক্ষ্য অর্জনই এখন প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।

১৬ ঘণ্টা আগে