
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। এবার অর্ধশত দল ভোটে রয়েছে, আর অধিকাংশই দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে ২৯৮টি আসনে ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এই তালিকা চূড়ান্ত হয়েছে। বাকি দুই আসনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজ বুধবার প্রতীক বরাদ্দ পাবেন এবং আগামীকাল বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।
নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি প্রতিপালনে শক্ত থাকবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে সব পদক্ষেপ নেওয়া হবে। রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশনা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোট হবে। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ দিন পর্যন্ত ২৯৮ আসনে ৩০৫ জন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বি প্রার্থী দাঁড়াল ১৯৬৭ জন।
সবশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ও স্বতন্ত্র মিলে মোট ৩৪৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন, ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৮৯৬ জন।
কিন্তু পরে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রার্থী দাঁড়ায় ১৯৭০ জন।
এবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর, নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে ২৫৮৫ মনোনয়নপত্র জমা পড়ে।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন।
রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়রি থেকে আপিল আবেদন গ্রহণ শুরু হয়, ৯ জানুয়ারি পর্যন্ত ৬৩৯ জন আপিল করেন।
১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে একটানা ১৮ জানুয়ারি পর্যন্ত চলে।
এবার ৬৪৫ জন আপিল করে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন; সোমবার পর্যন্ত মোট বৈধ প্রার্থী দাঁড়ায় ২২৮৯ জন।
অবশ্য পাবনা ১ ও পাবনা-২ আসনে আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী (আগের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ১৩ জনের) এ তালিকা থেকে বাদ যাবে। ভোটের দিন একই রেখে এ দুই আসনে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী রোববার ছিল এই দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সে দিন পাবনা-১ আসনে ৭টি ও পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এ দুই আসনে মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, আর প্রতীক বরাদ্দ হবে ২৭ জানুয়ারি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে সংশোধিত তফসিলে নির্বাচনের প্রক্রিয়া চলছে। নতুন এই তফসিল অনুযায়ী, গত রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ে পাবনা-১ আসনে ৭ জন এবং পাবনা-২ আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এই দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ২৫ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীরা মূল নির্বাচনী প্রতিযোগিতায় যুক্ত হবেন। উল্লেখ্য যে, এই দুই আসনের তফসিল পরিবর্তন হলেও ভোটের তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি অপরিবর্তিত থাকছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। এবার অর্ধশত দল ভোটে রয়েছে, আর অধিকাংশই দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে ২৯৮টি আসনে ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এই তালিকা চূড়ান্ত হয়েছে। বাকি দুই আসনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজ বুধবার প্রতীক বরাদ্দ পাবেন এবং আগামীকাল বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।
নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি প্রতিপালনে শক্ত থাকবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে সব পদক্ষেপ নেওয়া হবে। রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশনা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোট হবে। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ দিন পর্যন্ত ২৯৮ আসনে ৩০৫ জন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বি প্রার্থী দাঁড়াল ১৯৬৭ জন।
সবশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ও স্বতন্ত্র মিলে মোট ৩৪৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন, ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৮৯৬ জন।
কিন্তু পরে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রার্থী দাঁড়ায় ১৯৭০ জন।
এবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর, নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে ২৫৮৫ মনোনয়নপত্র জমা পড়ে।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন।
রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়রি থেকে আপিল আবেদন গ্রহণ শুরু হয়, ৯ জানুয়ারি পর্যন্ত ৬৩৯ জন আপিল করেন।
১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে একটানা ১৮ জানুয়ারি পর্যন্ত চলে।
এবার ৬৪৫ জন আপিল করে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন; সোমবার পর্যন্ত মোট বৈধ প্রার্থী দাঁড়ায় ২২৮৯ জন।
অবশ্য পাবনা ১ ও পাবনা-২ আসনে আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী (আগের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ১৩ জনের) এ তালিকা থেকে বাদ যাবে। ভোটের দিন একই রেখে এ দুই আসনে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী রোববার ছিল এই দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সে দিন পাবনা-১ আসনে ৭টি ও পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এ দুই আসনে মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, আর প্রতীক বরাদ্দ হবে ২৭ জানুয়ারি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে সংশোধিত তফসিলে নির্বাচনের প্রক্রিয়া চলছে। নতুন এই তফসিল অনুযায়ী, গত রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ে পাবনা-১ আসনে ৭ জন এবং পাবনা-২ আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এই দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ২৫ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীরা মূল নির্বাচনী প্রতিযোগিতায় যুক্ত হবেন। উল্লেখ্য যে, এই দুই আসনের তফসিল পরিবর্তন হলেও ভোটের তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি অপরিবর্তিত থাকছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতকারী এ সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সেতুটি চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়ে
১৫ ঘণ্টা আগে
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদন করার পর অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন
১৬ ঘণ্টা আগে
র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, সুবেদার মোতালেব শহীদ হয়েছেন। এজন্য যারা দায়ী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যেন তাদের শাস্তি নিশ্চিত হয়, সেটি আমরা যেকোনো মূল্যে নিশ্চিত করব। আপনাদের কথা দিতে চাই, এই ঘটনা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। বিচারের রায় না হওয়া পর্য
১৬ ঘণ্টা আগে