একাদশে ভর্তিতে আবেদনের সময় বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় প্রথম ধাপে শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবে।

একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) সময় বাড়ানোর নোটিস দেওয়া হয়েছে।

প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৩০ জুলাই। আবেদনের সময় দেওয়া হয়েছিল ১১ আগস্ট পর্যন্ত। ১৩ ও ১৪ আগস্ট পুনর্নিরীক্ষণে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন গ্রহণের কথা ছিল। সময় বাড়ানোর ফলে এখন পুনর্নিরীক্ষণের ফল পাওয়া শিক্ষার্থীসহ বাকি ভর্তিচ্ছুরাও একসঙ্গে ১৫ আগস্ট রাত পর্যন্ত আবেদনের সুযোগ পাবে।

নোটিশে বলা হয়েছে, ১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। এরপর যাচাই-বাছাই শেষে ২০ অগাস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

প্রথম ধাপের এই প্রক্রিয়ায় মনোনীত শিক্ষার্থীদের ২২ আগস্ট রাত ৮টার মধ্যে নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরের ধাপে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে।

প্রথম ধাপে শিক্ষার্থীদের নিশ্চায়ন শেষে ২৩ থেকে ২৫ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে শিক্ষার্থীদের কাছ থেকে। ২৮ আগস্ট রাত ৮টায় এ পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ অগাস্ট দ্বিতীয় পর্যায়ের কলেজ নির্বাচন নিশ্চায়ন করতে হবে।

এরপর ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় এ পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ অগাস্ট তৃতীয় পর্যায়ের কলেজ নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ অগাস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে। আবেদনের ফি ২২০ টাকা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোববার থেকে সচিবালয়ে নিষিদ্ধ ‘সিংগেল ইউজ প্লাস্টিক’

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে সচিবালয়ে সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে।

৪ ঘণ্টা আগে

‘কনশেন্স’ জাহাজে বাংলাদেশ— পতাকা হাতে বার্তা শহিদুল আলমের

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌ বহরে থাকা আলোকচিত্রী শহিদুল আলম তার ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন একটি ছবি। সঙ্গে দিয়েছেন তিন শব্দের ক্যাপশন— Bangladesh on Conscience, যার বাংলা ‘কনশেন্স জাহাজে বাংলাদেশ’।

১৬ ঘণ্টা আগে

আবুধাবি বিগ টিকেটে বাংলাদেশির ভাগ্যে ৬৬ কোটি টাকা!

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকেট লটারির সেপ্টেম্বর মাসের ড্র’তে এক প্রবাসী বাংলাদেশির ভাগ্যে জুটেছে গ্র‍্যান্ড প্রাইজ দুই কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাম ৬৬ কোটি ২৩ লাখ টাকারও বেশি।

১৮ ঘণ্টা আগে

দারাজে ৩০০ জনের কাজের সুযোগ, কর্মস্থল ঢাকা

১৯ ঘণ্টা আগে