রাকসুর প্রার্থীদের ডোপ টেস্ট শুরু, খরচ কমিশনের

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১: ৪৫
রাকসু ভবন। ছবি: উইকিপিডিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রার্থীদের ইউরিনের নমুনা দিতে বলা হয়েছে। বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডোপ টেস্টর যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের জানানো যাচ্ছে ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত স্ব স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ প্রদর্শন করে ডোপ টেস্ট-এর নমুনা প্রদান করার জন্য জানানো যাচ্ছে। স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে। প্রার্থীকে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টর থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে।

মোট ৪ দিনে সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ছাত্রদের বিভিন্ন পদপ্রার্থীদের নমুনা নেওয়া হবে। এর মধ্যে রাকসু ও সিনেট ছাত্র প্রার্থীদের আজ বৃহস্পতিবার, আগামী শনিবার রাকসু ও সিনেট ছাত্রী প্রার্থীসহ রোকেয়, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমাতুন্নেসা এবং জুলাই-৩৬ হলের নমুনা নেওয়া হবে। ্আগামী রবিবার শেরে বাংলা একে ফজলুল হক, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হল সংসদের প্রার্থীদের নমুনা নেওয়া হবে। আগামী সোমবার মতিহার, মাদার বখ্শ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয়-২৪ হলের প্রার্থীদের নমুনা নেওয়া হবে।

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আমি যতটুকু জেনেছি নমুনা জমা দেওয়ার পরদিনই রিপোর্ট পাবে। ১ তারিখ নমুনা দেওয়ার শেষ তারিখ এবং ৪ তারিখ মনোনয়নপত্র জমার শেষ তারিখ। সবাই যেন সুষ্ঠুভাবে রিপোর্ট নিয়ে জমা দিতে পারে সে বিষয়টা মাথায় রেখেই মনোনয়নপত্র জমার তারিখ বৃদ্ধি করা হয়েছে।

রাবি ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার তালিকায় অর্ন্তভভূক্তির দাবিতে বিক্ষোভ করেছে রাবি শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরের পেছনে সংগঠটির দলীয় টেন্ট থেকে বিক্ষোভ শুরু করে ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আাগের স্থানে এসে শেষ হয়।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা মেধার যুদ্ধে উত্তীর্ণ হয়ে এখানে এসেছে। অথচ তাদের নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করেছে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনারা খেয়াল করে দেখবেন অধ্যাপক নজরুল ইসলাম আমদের সাবেক বড় ভাইদের ভোটের অধিকার কেড়ে নিয়ে এতরফাভাবে রুয়া নির্বাচন অনুষ্ঠিত করেছেন। ঠিক একই ধারাতে রাকসুকেও রুয়ার মতো একটি নির্দিষ্ট সংগঠনের হাতে তুলে দেওয়ার পায়ঁতারা করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা সুষ্ঠু নিবার্চন আয়োজনের জন্য সকলের অংশগ্রহন নিশ্চিত করুন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে হাদির ভাইয়ের জিডি

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেছেন, ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে- এমন আশঙ্কা করছি। যেহেতু হাদির খুনি চক্র গ্রেফতার হয়নি, সেহেতু যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

১৪ ঘণ্টা আগে

৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ

ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় বা বৈধ ডিলারের নিকট লাইসেন্সধারী নিজে অথবা মনো

১৫ ঘণ্টা আগে

নির্বাচনে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

১৬ ঘণ্টা আগে

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের প্রচার বৈধ: আলী রিয়াজ

জুলাই সনদ নিয়ে বিভিন্ন অপপ্রচারের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, “সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী—এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো, অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।”

১৭ ঘণ্টা আগে