ফল প্রকাশের দাবি

রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস পার হলেও রেজাল্ট না হওয়ায় অফিসরুমে ও গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ৩য় তলার এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের চতুর্থ বষের ১ম সেমিস্টারের পরীক্ষা গত এপ্রিলে অনুষ্ঠিত হয়। অর্ডিন্যান্স অনুযায়ী, এক মাসের মধ্যেই ফল প্রকাশের কথা। কিন্তু তিন মাস অপেক্ষা করার পরও ফলাফল প্রকাশিত না হওয়ায়, চার থেকে পাঁচ বার দফায় দফায় পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগের সভাপতির সাথে আলোচনা করা হয়। কিন্তু কোনো অগ্রগতি আসেনি। এর আগেও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট দিতে ৫ মাস লাগায় বিভাগের পরীক্ষা কমিটি।

এসময় 'রেজাল্ট দিয়ে টালবাহানা, চলবে না চলবেনা'; 'চাইতে গেলাম ফলাফল, হয়ে গেলাম বেয়াদব'; 'তুমি কে আমি কে, বেয়াদব, বেয়াদব'; 'হুমকিদাতার কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও'; 'রেজাল্ট আমাদের অধিকার, দিতে হবে, দিতে হবে'—এসব স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী অভিযোগ করেন বলেন, "বিভাগের পক্ষ থেকে আজ (২৫ আগস্ট) ফল প্রকাশের আশ্বাস দেওয়া হলেও বিভাগের পক্ষ থেকে জানানো হয় আরো সময় লাগবে। এক পর্যায়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন আমাদেরকে হুমকি দেন। তিনি বলেন, সাত দিনের মধ্যেও রেজাল্ট দিবো না; যা পারো তোমরা করো।"

রেজাল্ট দেরি হওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি আরবী বিভাগে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, "রেজাল্ট দিতে দেরি হচ্ছে। কিন্তু আমরা বারবার চেষ্টা করছি যাতে দ্রুত হয়। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি, কিন্তু দেরি হওয়াতে শিক্ষার্থীরা একটু ক্ষিপ্ত হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো।"

সার্বিক বিষয়ে আরবী বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, "আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এ বিষয়ে জানতে গতকাল কয়েকজন শিক্ষার্থী আমার কাছে এসেছিল। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।"

সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দিতে দেরির বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন পরীক্ষার পর যথাসময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল ইসলাম মাসঊদকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ব্যস্ত আছেন এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন জন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন জন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হন। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

ঢাকায় ৮৯টি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ: ডিএমপি

‎ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, এবারের দুর্গাপূজা ঘিয়ে বড় ধরনের কোনও নাশকতার শঙ্কা নেই। তবুও আমরা কিছু পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি। সেসব মণ্ডপগুলোয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এবার চার স

৬ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, র

৬ ঘণ্টা আগে

অ্যাকশনএইড বাংলাদেশে কাজের সুযোগ, বেতন প্রায় ৮৩ হাজার

৭ ঘণ্টা আগে