আহত বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার ২ প্রতিনিধি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী শাদিদকে দেখতে যান প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী। ছবি: আইসিটি মন্ত্রণালয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় দুই বিশেষ সহকারী তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে একাত্ম হয়ে তাদের সঙ্গে আন্দোলন করছিলেন শাদিদ। আন্দোলন ঠেকাতে পুলিশের বেধড়ক আক্রমণের শিকার হয়ে আহত হন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী শাদিদকে দেখতে যান প্রধান উপদেষ্টার দুই সহকারী। এ সময় শাদিদের মা-বাবা ও বোনসহ কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে শাদিদের মা বেশ আবেগঘন হয়ে পড়েন। তার সন্তানসহ শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের বল প্রয়োগের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার নিশ্চয়তা চান।

প্রতিমন্ত্রী পদমর্যাদার শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার তথা ডিএমপি প্রধান তার অবস্থান থেকে দুঃখ প্রকাশ করেছেন। এ ধরনের দায়িত্বশীল অবস্থানে থাকা কারও এমন দুঃখ প্রকাশ দেশের ইতিহাসে এই প্রথম।

প্রতিনিধি দল শাদিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন।

শাদিদের বাবা রংপুরের কলেজ শিক্ষক, বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রংপুর থেকে আসা পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে দুই বিশেষ সহকারী শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে যেকোনো উন্নততর চিকিৎসার আশ্বাস দেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। তবে পঞ্চম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিন অতিবাহিত হওয়ার পরে সেলাইয়ের অবস্থা দেখে তাকে আইসিইউতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ও প্রকৌশলীদের চাকরির অসন্তোষ সমাধানে গঠিত কমিটির প্রধান উপদেষ্টা এম ফাওজুল কবির খানের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। হাসপাতালের সাপোর্ট স্টাফ ও নার্স এবং চিকিৎসক দলসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরে প্রতিনিধি দল শাদিদের ব্যাচের কয়েকজন সহপাঠী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গে কথা বলেন। শাদিদের সহপাঠীরা স্নাতক প্রকৌশলীদের দাবির একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ নিষ্পত্তির ব্যাপারে প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'নতুন বন্দোবস্ত বলতে শুধু পদ-পদবির রদবদল নয়, বরং সিস্টেমের বদল'

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘এক-এগারো আবার ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। রাজনৈতিক সংঘাত হবে—এমন এক জায়গায় আমরা দেশকে নিয়ে যাচ্ছি। আমরা সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না।’

১৫ ঘণ্টা আগে

‘সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন’

কমিশন বলছে, গণভোট জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এলে আগামী জাতীয় সংসদই হবে সংবিধান সংস্কার পরিষদ, যার গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে। সংবিধান সংস্কার পরিষদ যদি ২৭০ দিনের মধ্যে এগুলো বাস্তবায়ন না-ও করতে পারে, তবু স্বয়ংক্রিভাবে এসব প্রস্তাব সংবিধানে যুক্ত হয়ে যাবে।

১৭ ঘণ্টা আগে

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরের মধ্যেই এ ক্যামেরা কেনার প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে, যেন নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।

১৭ ঘণ্টা আগে

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়টি দেখবে ইসি : পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকালীন সময়ে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না, যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন।

১৭ ঘণ্টা আগে