‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আজও শাহবাগ অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

তিন দফা দাবিতে এবার পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি নিয়ে শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শাহবাগে মোড় ঘিরে আশপাশের সবগুলো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে প্রধান সড়কে অবস্থান নেন প্রকৌশলের শিক্ষার্থীরা।

যে তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেগুলো হলো— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এসব দাবি নিয়ে গতকাল মঙ্গলবারও শাহবাগে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা তারা শাহবাগ অবরোধ করে রাখেন। বুধবার তাদের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি জানিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা প্রাথমিক কর্মসূচি হিসেবে শাহবাগ অবরোধ করছেন। দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

এদিকে শাহবাগ মোড় ঘিরে সব সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। গোটা এলাকায় পায় হাঁটা ছাড়া চলাচলেত উপায় নেই

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় যানজট তৈরি হয়েছে। আপাতত কাঁটাবন, মৎস্যভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়কে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে বলা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতের যেসব বিষয়ে সাফল্য অর্জন করেছে তার অধিকাংশেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডব্লিউএইচও। তবে যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম কাটছাঁট হওয়া শুরু হয়েছে।

৬ ঘণ্টা আগে

মধুসূদনের সাহিত্যকর্ম আজও অনুপ্রেরণা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলা সাহিত্যের ইতিহাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এক উজ্জ্বল নাম। তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতা বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিকতার নতুন দিশা দেখিয়েছে। এ মহান সাহিত্যিককে স্মরণ করার এ আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জান

৭ ঘণ্টা আগে

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে হাদির ভাইয়ের জিডি

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেছেন, ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে- এমন আশঙ্কা করছি। যেহেতু হাদির খুনি চক্র গ্রেফতার হয়নি, সেহেতু যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

১৮ ঘণ্টা আগে

৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ

ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় বা বৈধ ডিলারের নিকট লাইসেন্সধারী নিজে অথবা মনো

১৮ ঘণ্টা আগে