‘জীবনে এত অসহায় কখনো ফিল করিনি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, 'জীবনে এত অসহায় কখনো ফিল করিনি। কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এতো মিথ্যাচার, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমার কাছে অনেক অন্যায় তদবির নিয়ে আসে। যখন সেগুলো পাত্তা না দেই তখন শুরু হয় গালাগালি। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়।

এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, ‘কেউ যদি মামলা দেয়, সেই ব্যাপারে আমার কিছু করার নাই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে, সেগুলো অস্বাভাবিক নয়। জামিনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। আমরা আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জামিন দেওয়া বা না দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলিনি।’

এদিন সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন নিয়ে প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘কে জামিন পাবে আর পাবে না, তা আইন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় না। বিচারকরা স্বাধীন। কোন গ্রাউন্ডে জামিন দিচ্ছে না, তা বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা বলতে পারবেন।’

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এ উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমের কেউ এক না। দলাদলি গ্রুপিং না করে নিজেরা এক হন। শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।’

আসিফ নজরুল আরও যোগ করেন, ‘অভিযোগপত্র দেওয়ার পর মামলা বাতিল করার এখতিয়ার আছে হাইকোর্টের। পুলিশের ব্যাপারে আমার কিছু করার নাই। কেউ যদি মিথ্যা মামলা করে, আমার কিছু করার নাই। ডিজিটাল আইনের অধীনে যত মামলা ছিল, তা প্রায় সবই প্রত্যাহার করা হয়েছে।’

তিনি মন্তব্য করেন, ‘একশ্রেণির মানুষ, আইনজীবী ও রাজনীতিবিদ মিথ্যা মামলা ও ব্যবসা করেছে। এমন আচরণ করলে দুনিয়ার কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অলিম্পিকে ম্যানেজার পদে নিয়োগ, লাগবে স্নাতক পাস

১৫ ঘণ্টা আগে

নৌপরিবহন অধিদপ্তরে বিভিন্ন পদে কাজের সুযোগ, ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন

১৬ ঘণ্টা আগে

একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মারা গেছেন। শৈলকূপা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

১৬ ঘণ্টা আগে

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ৫৩

১৬ ঘণ্টা আগে