
ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরা রাজ্যের আগরতলায়সহ কয়েকটি জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির ক্ষমতাসীন দল বিজেপিসহ হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এসব বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে।
বিবিসি বাংলা ও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে কলকাতা, হাওড়া ও আগরতলায় এসব বিক্ষোভ হয়। এর আগের দুই দিনেও রাজধানী নয়া দিল্লিসহ কলকাতা, আগরতলা, শিলিগুড়িসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে।
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে কয়েকদিন ধরে এমন বিক্ষোভ চলছে। এর মধ্যে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতায় উপতদূতাবাসের কার্যক্রম সীমিত করা হয়েছে। শিলিগুড়িতে ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার একটি বিক্ষোভ হয়েছে বাংলাদেশ-ভারতের সীমান্ত চেকপোস্ট পেট্রাপোলে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, বুধবার তারা সীমান্তে প্রতীকী প্রতিবাদ করবেন। সে অনুযায়ী পেট্রাপোলে হাজির হয়েছিলেন বিজেপি সমর্থকরা।
পেট্রাপোলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিক্ষোভকারীরা। বিজেপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের কিছুটা দূরে আটকে দেয় বিক্ষোভকারীদের।
কলকাতার লাগোয়া হাওড়াতেও বিক্ষোভ করেছেন বিজেপির কর্মীরা। কলকাতার প্রতীক যে বিখ্যাত হাওড়া ব্রিজ, বিজেপি নেতাকর্মীদের আটকাতে এর আগেই ব্যারিকেড দেয় পুলিশ। বিজেপির নেতাকর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরে তারা হাওড়া ব্রিজ অবরোধ করেন।
হাওড়াতেও হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে এর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এদিকে ত্রিপুরাতেও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। আগরতলায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি।
এ সময় এখানেও ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে হত্যা ও তার মরদেহ পোড়ানোর ঘটনার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ান।
এর আগে গত কয়েক দিনে ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে দূতাবাস ঘিরে বিক্ষোভ ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন করে অবনতি ঘটছে। এরই মধ্যে দুই দেশের হাইকমিশনারকে তলব-পালটা তলবের ঘটনাও ঘটেছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরা রাজ্যের আগরতলায়সহ কয়েকটি জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির ক্ষমতাসীন দল বিজেপিসহ হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এসব বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে।
বিবিসি বাংলা ও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে কলকাতা, হাওড়া ও আগরতলায় এসব বিক্ষোভ হয়। এর আগের দুই দিনেও রাজধানী নয়া দিল্লিসহ কলকাতা, আগরতলা, শিলিগুড়িসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে।
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে কয়েকদিন ধরে এমন বিক্ষোভ চলছে। এর মধ্যে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতায় উপতদূতাবাসের কার্যক্রম সীমিত করা হয়েছে। শিলিগুড়িতে ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার একটি বিক্ষোভ হয়েছে বাংলাদেশ-ভারতের সীমান্ত চেকপোস্ট পেট্রাপোলে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, বুধবার তারা সীমান্তে প্রতীকী প্রতিবাদ করবেন। সে অনুযায়ী পেট্রাপোলে হাজির হয়েছিলেন বিজেপি সমর্থকরা।
পেট্রাপোলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিক্ষোভকারীরা। বিজেপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের কিছুটা দূরে আটকে দেয় বিক্ষোভকারীদের।
কলকাতার লাগোয়া হাওড়াতেও বিক্ষোভ করেছেন বিজেপির কর্মীরা। কলকাতার প্রতীক যে বিখ্যাত হাওড়া ব্রিজ, বিজেপি নেতাকর্মীদের আটকাতে এর আগেই ব্যারিকেড দেয় পুলিশ। বিজেপির নেতাকর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরে তারা হাওড়া ব্রিজ অবরোধ করেন।
হাওড়াতেও হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে এর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এদিকে ত্রিপুরাতেও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। আগরতলায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি।
এ সময় এখানেও ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে হত্যা ও তার মরদেহ পোড়ানোর ঘটনার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ান।
এর আগে গত কয়েক দিনে ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে দূতাবাস ঘিরে বিক্ষোভ ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন করে অবনতি ঘটছে। এরই মধ্যে দুই দেশের হাইকমিশনারকে তলব-পালটা তলবের ঘটনাও ঘটেছে।

বিমান থেকে নেমে তারেক রহমান ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। দীর্ঘ সময় পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে উপস্থিত সকলের চোখে আনন্দের অশ্রু দেখা যায়। এ সময় পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহ
৯ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাব
১০ ঘণ্টা আগে
তার জন্মক্ষণ স্মরণ করতেই ২৫ ডিসেম্বর দিনটিকে সারা বিশ্বে তার অনুসারীরা বড়দিন হিসেবে পালন করে থাকেন। তার স্মরণে গির্জা গির্জায় প্রার্থনার আহ্বান জানিয়ে বাজানো হয় ঘণ্টাধ্বনি, যা মানুষের কাছে শুভ সংবাদের বার্তা বয়ে নিয়ে যায় বলে বিশ্বাস করেন খ্রিষ্টান ধর্মের অনুসারীরা।
২০ ঘণ্টা আগে