সূচি পরিবর্তন না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা

রাজশাহীতে তীব্র দাবদাহ মাথায় নিয়ে স্কুলে শিক্ষার্থীরা

রাজশাহী ব্যুরো
গভ. ল্যাবরেটরি হাইস্কুলের প্রাথমিক ভবনে তালা লাগানো থাকায় সকাল ১০টার আগে ক্লাসরুমে প্রবেশ করতে পারেনি শিক্ষার্থীরা

রাজশাহীতে গেল এক সপ্তাহ ধরের তাপমাত্রার পারদ থাকছে ৪০ ডিগ্রির ওপরে। তবে এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ফলে বাধ্য হয়েই তীব্র দাবদাহ মাথায় নিয়ে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। তীব্র রোদের কারণে প্রাথমিকের রুটিনে পরিবর্তন আনা হলেও মাধ্যমিকের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো পরিবর্তন হয় নি। অর্থাৎ আগের মতোই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করতে হচ্ছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা বলছেন, টানা এই দাবদাহে বাইরে বের হওয়াই কঠিন। অথচ ছোট ছোট বাচ্চারা প্রখর রোদ ও তীব্র গরমের মধ্যে ক্লাসে যাচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত অমানবিক। তারা ক্লাসের সময় পরিবর্তনের দাবি জানিয়েছেন।

রোববার সকাল ১০টায় রাজশাহীর গভ. লাবরেটরি হাইস্কুলে গিয়ে দেখা যায়, প্রাথমিক স্তরের বহু শিশু শিক্ষার্থী স্কুল ভবনের সামনে ভীড় জমাচ্ছে। কিন্তু ভবনে তখনো তালা। তাই স্কুলের আঙিনায় তারা জড়ো হয়। এই ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, প্রাথমিক স্তরে সকাল ৮টা থেকে ক্লাস শুরু হওয়া কথা। এ কারণে তারা আগেভাগেই স্কুলে হাজির হয়। কিন্তু তাদের স্কুলে ক্লাস শুরু হবে ১০টায়। এজন্য স্কুল ভবনের প্রধান ফটকে তালা। ক্লাসে প্রবেশের সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থীই স্কুলের মাঠে তীব্র রোদে ফুটবল ও ক্রিকেট খেলায় মেতে ওঠে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের উদ্যোগ ছিল না।

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন ফেরদৌস বলেন, তীব্র তাপদেহে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। বাবার সঙ্গে মোটরসাইকেলে করেই স্কুল পর্যন্ত আসতে বেশ কষ্ট হয়। তাপে মনে হচ্ছে হাত-মুখ পুড়ে যাচ্ছে। স্কুল খোলা, ক্লাস চলছে। কিছু করার নাই, আসতেই হবে।

রাজশাহী শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের শিক্ষার্থী ফারহান হাবীব প্রিয়। খুব গরম লাগছিলো। স্কুলে ঘেমে যাচ্ছিলাম। পানি পাপাসা বেশি লাগছে। একটু পর পর পানি খেয়েছি।

এদিকে অভিভাবকরা বলছেন, এই গরমে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করলে ভালো হতো। ছোট ছোট শিক্ষার্থীরা তীব্র তাপদহের থেকে রক্ষা পেত। তবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, তারা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চলছেন।

রাজশাহী শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের এক শিক্ষার্থী মা ফাহমিদা আখতার বলেন, এই গরমে স্কুল খোলা একটি অমানবিক কাজ। শিশুরা তো যে কোন সময় অসুস্থ হয়ে পড়তে পারে। চিকিৎসকেরাও তো বলছে তাদের ঘরের বাইরে না নিয়ে যেতে। কিন্তু স্কুল খোলা। এখন যত কষ্টই হোক স্কুলে নিয়ে আসতে হবে।

লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন আইরিন জাফর, আমরা মন্ত্রণালয়ের নির্দেশ মেনে চলছি। গরমে বাচ্চাদের তো কষ্ট হচ্ছেই। আমাদের করার কিছু নেই। মন্ত্রণালয় থেকে যদি স্কুলের সময়টা পরিবর্তন করত তাহলে হয়তো ভালো হতো। ক্লাসরুমে প্রত্যেকটি বাচ্চা পানির বোতল নিয়ে আসছে। আমার শিক্ষকদের বলেছি প্রতিটি বাচ্চার দিকে লক্ষ্য রাখতে।

রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা. নাসির উদ্দিন জানান, স্কুলের সময়-সুচির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই। এ কারণে আগের সময় সুচি অনুযায়ীই ক্লাস নেয়া হচ্ছে।

এদিকে, রাজশাহী আহাবওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রোববার বেলা ৩টায় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। টানা প্রায় ১৫দিনেরও বেশি সময় ধরে রাজশাহীর তাপমাত্র ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’

নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

১৪ ঘণ্টা আগে

নির্বাচনে বিজিবির বিশাল প্রস্তুতি, মাঠে নামছেন ৩৭ হাজার সদস্য

বিজিবি সদর দফতর সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

১৪ ঘণ্টা আগে

প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

১৬ ঘণ্টা আগে

অভিবাসন আইন লঙ্ঘন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯ দেশের ১৪৭ প্রবাসী আটক

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক রয়েছেন।

১৭ ঘণ্টা আগে