হাসিনার মামলার রায়

ট্রাইব্যুনাল এলাকায় সেনা-বিজিবিসহ কঠোর নিরাপত্তা বলয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯: ২৩
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার (১৭ নভেম্বর)। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে।

আজ সকালে ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে গত শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে একটি চিঠি পাঠানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তার পরিপ্রেক্ষিতেই সোমবার সকালে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়। এর আগে, রায়ের তারিখ ঘোষণার দিন গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট প্রশাসনের আরেকটি চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল চত্বরে সেনা মোতায়েন করা হয়েছিল।

আজ চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের এই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পারবে সবাই। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করেছে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় আছে গোটা জাতি।’

তাদের মতে, বিশ্বের অনেক দেশও এই রায়ের দিকে নজর রাখছে। তাই সরাসরি সম্প্রচার করা হবে। যেন বিচার ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ধানমন্ডির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বুলডোজার, উত্তেজনা

ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক দল তরুণ এগুলোর সঙ্গে যাচ্ছেন।

২ ঘণ্টা আগে

রায় মনের মতো হবে না, প্রশ্নই ওঠে না: স্নিগ্ধ

মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, হাজারের মতো শহিদ এবং ১০ হাজারের বেশি আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার যে বিচারটি আছে, আমাদের মনমতো হবে না, তার কোনো প্রশ্নই উঠে না।

২ ঘণ্টা আগে

‘রাজসাক্ষী’ সাবেক আইজিপির রায় কী হবে

আইনজীবীরা বলছেন, ‘রাজসাক্ষী’র সাজার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিতে পারেন। আবার যেকোনো সাজাও দিতে পারেন।

৩ ঘণ্টা আগে

সাজা কম হবে সাবেক আইজিপির, ঘোষণা পরে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। পুলিশ-র‌্যাব ছাড়াও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।

৪ ঘণ্টা আগে