ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন

বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি-সংলাপে গুরুত্ব দেওয়ার আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২৩: ০৪
গত শনিবার (৩ জানুয়ারি) এক সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সাথে দেশ দুটির মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।’

একই সঙ্গে বিবৃতিতে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) এক সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এটিকে ‘আইন প্রয়োগকারী সংস্থার অভিযান’ হিসেবে বর্ণনা করে এবং মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসবাদ’-এর অভিযোগ তোলে।

তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ক্ষমতা থেকে তাকে সরিয়ে দিতেই এসব অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

মাদুরো ও তার স্ত্রী বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন বন্দিশিবিরে রয়েছেন। মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব

প্রেস সচিব বলেন, নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি। আমাদের (সরকার) প্রস্তুতিও সম্পন্ন। নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। তারপরও কেউ কেউ নির্বাচন নিয়ে এখনো বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের প্রোফাইল আমাদের কাছে স্পষ্ট।

১২ ঘণ্টা আগে

৬৭,২০৮ পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদনের সময় এক সপ্তাহ

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূ

১৩ ঘণ্টা আগে

পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, প্রশিক্ষণ ও অ্যারোস্পেস প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা।

১৩ ঘণ্টা আগে

জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ বলেন, 'জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে অংশ নিক। কমিশনের কাছে পরিষ্কারভাবে এই অবস্থান তুলে ধরেছি। নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না।'

১৬ ঘণ্টা আগে