কড়াইল বস্তিতে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আগুনে পুড়ে ছাই কড়াইল বস্তি। ছবি: রাজনীতি ডটকম

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিকে আগুন লাগার কারণ উদ্‌ঘাটন ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপসহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার ও গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

এর আগে কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বস্তিবাসীর দাবি, দেড় হাজারের বেশি ঘর পুড়েছে আগুনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা

পরীক্ষার্থীদের দাবি, লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোয় বহু শিক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই ‘মানবিক বিবেচনা’ থেকে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার আহ্বান আর গুরুত্ব পায়নি বলেই তারা বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

২ ঘণ্টা আগে

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

বিচার প্রশাসনে একসঙ্গে বড় ধরনের পদোন্নতি কার্যকর করা হয়েছে। যার মাধ্যমে তিনটি স্তরে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন । এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন, এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন পদোন্নতি পেয়েছেন।

২ ঘণ্টা আগে

'শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির উত্তর এখনো দেয়নি দিল্লি'

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা। কিন্তু সেই চিঠির জবাব এখনো আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

৩ ঘণ্টা আগে