
প্রতিবেদক, রাজনীতি ডটকম

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা ব্যয়ে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে থাইল্যান্ডের ‘প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড’ থেকে এই বিশাল পরিমাণ তেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এই তেল ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা, যেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় কেবল সয়াবিন তেলই নয়; দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার এবং জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবগুলোতেও সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। বাণিজ্য ও কৃষি খাতের সরবরাহ চেইন সচল রাখতে এসব পণ্য দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়ের ফলে পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এগুলো স্থানীয় বাজারে সরবরাহ করা সম্ভব হবে। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদার কথা বিবেচনা করে সয়াবিন তেলের এই মজুত বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা ব্যয়ে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে থাইল্যান্ডের ‘প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড’ থেকে এই বিশাল পরিমাণ তেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এই তেল ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা, যেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় কেবল সয়াবিন তেলই নয়; দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার এবং জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবগুলোতেও সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। বাণিজ্য ও কৃষি খাতের সরবরাহ চেইন সচল রাখতে এসব পণ্য দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়ের ফলে পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এগুলো স্থানীয় বাজারে সরবরাহ করা সম্ভব হবে। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদার কথা বিবেচনা করে সয়াবিন তেলের এই মজুত বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট— দুটিই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সমর্থন দিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা প্রচার চালাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, “আমি মনে করি না কোনো দল ‘না’ ভোটের পক্ষে যাবে।”
৫ ঘণ্টা আগে
এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা যদি অতীতের মতো শাসন দেখতে না চাই, তাহলে গণভোটে ‘হ্যাঁ’-সূচক ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচার চালাতে হবে। যখন মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে, তখন রাজনৈতিক দলগুলো সংস্কার মেনে নিতে বাধ্য হবে।
৬ ঘণ্টা আগে
উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা এবং বাংলাদেশের নিরাপত্তা—এসব বিষয়ে আমরা কোনো আপস করব না। আমরা অবশ্যই ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। অন্য একটি আয়োজক দেশ শ্রীলঙ্কাও আছে, সেখানে আমরা খেলতে ইচ্ছুক।’
৭ ঘণ্টা আগে
পুলিশের ১৪ জন কর্মকর্তার পদায়ন ও বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
৭ ঘণ্টা আগে