একের পর এক অগ্নিকাণ্ডে ‘নাশকতা’র আঁচ, উদ্বেগ-আতঙ্ক

বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম
শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও নৌ বাহিনীর প্রচেষ্টায় প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: রাজনীতি ডটকম

পাঁচ দিনের ব্যবধানে বড় তিন অগ্নিকাণ্ড, যার একটি চট্টগ্রামে এবং বাকি দুটি খোদ রাজধানী ঢাকায়। এর মধ্যে দেশের বৃহত্তম বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত না হলেও ব্যবসায়ীদের আশঙ্কা, এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে শত কোটি ডলারের প্রভাব পড়তে পারে। অন্যদিকে রাজধানীর মিরপুরের পোশাক কারখানার আগুনে দগ্ধ হয়ে নিভে গেছে তাজা ১৬টি প্রাণ।

একের পর এক এসব অগ্নিকাণ্ড উদ্বেগ-আতঙ্ক ছড়িয়েছে সবার মধ্যেই। দফায় দফায় এমন বড় অগ্নিকাণ্ডকে অনেকেই স্বাভাবিক হিসেবে মানতে নারাজ। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন— সব অগ্নিকাণ্ড কি নিছক দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? রাজনৈতিক মহলও এসব ঘটনায় আগুনের উত্তাপের পাশাপাশি ‘নাশকতার আঁচ’ দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞদের অনেকেও এসব ঘটনাকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিচ্ছেন।

খোদ ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা পর্যন্ত একের পর অগ্নিকাণ্ডকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছে না। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকেও বড় বড় অগ্নিকাণ্ডে ‘নাশকতা’র সংযোগ খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, কোনো ধরনের নাশকতার প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

একের পর এক অগ্নিকাণ্ড

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও নৌ বাহিনীর চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে এসেছে ছয় ঘণ্টারও বেশি সময় পর। এর মধ্যে ঢাকায় নামার কথা থাকলেও অন্তত চারটি ফ্লাইট চট্টগ্রাম ও একটি ফ্লাইটকে সিলেট বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।

ব্যবসায়ী ও ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, এয়ার কার্গোতে থাকা আমদানি ও রপ্তানির মালামালের মধ্যে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের মালামাল থাকে প্রায় এক-তৃতীয়াংশ। এ ছাড়া ফার্মাসিউটিক্যাল ও কৃষি খাতের পণ্য ও কাঁচামাল এবং হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য এই কার্গো ভিলেজ দিয়ে আমদানি করা হয়। কার্গো ভিলেজে থাকা এসব পণ্যের বেশির ভাগই পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো ধারণাই করতে পারছেন না ব্যবসায়ীরা।

প্রায় ছয় ঘণ্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: রাজনীতি ডটকম
প্রায় ছয় ঘণ্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: রাজনীতি ডটকম

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। আট তলা সে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে ২৮ ঘণ্টারও বেশি। গোটা ভবনই দীর্ঘ সময় পুড়তে পুড়তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওপরের একাধিক তলা ও বিভিন্ন তলার দেয়াল ধসে পড়েছে।

একদিন আগেই গত মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের শিয়ালবাড়ি রূপনগরে একটি পোশাক কারখানা ও সংলগ্ন একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। পোশাক কারখানার আগুন সাড়ে সাত ঘণ্টায় নিয়ন্ত্রণে আনা গেলেও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে সময় লাগে ২৭ ঘণ্টারও বেশি। এ অগ্নিকাণ্ডে পোশাক কারখানা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাঁচ দিনের ব্যবধানে ঘটে যাওয়া বড় তিনটি অগ্নিকাণ্ড ছাড়াও এ কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এসব অগ্নিকাণ্ডকে স্বাভাবিক হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক মহল। একের পর এক এসব অগ্নিকাণ্ড কাকতালীয় নয়, বরং এর পেছনে নাশকতা থাকতে পারে বলে আশঙ্কা তাদের।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি ও সহযোগী দলগুলো গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘মিরপুর, চট্টগ্রাম ইপিজেডসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার কারণ নির্ধারণ ও ভবিষ্যতে জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা জরুরি।’

এসব অগ্নিকাণ্ডে ‘ফ্যাসিস্ট শক্তির দোসরদের ষড়যন্ত্র’ দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো একই সূত্রে গাঁথা। এগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, যেন ছাত্র–জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনকে ব্যাহত করা যায়। ফ্যাসিস্ট শক্তির দোসররা দেশকে অস্থিতিশীল করতে সহিংস কর্মকাণ্ডে নেমেছে।’

একই ধরনের বক্তব্য এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন নেতার কাছ থেকেও। তাদের মধ্যে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাগুলোকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ বলে মনে করছেন।

শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।’

ফায়ার সার্ভিসের সাবেক ডিজিদেরও ‘সন্দেহ’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে, গত বছর সারা দেশে ছোট-বড় মিলিয়ে মোট ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ড ঘটেছে। সে হিসাবে গড়ে প্রতিদিন অগ্নিকাণ্ড ঘটেছে প্রায় ৭৩টি।

এসব দুর্ঘটনায় দুজন ফায়ার কর্মীসহ ১৪০ জন প্রাণ হারিয়েছেন, দগ্ধ ও আহত হয়েছেন আরও ৩৪১ জন। ফায়ার সার্ভিসের হিসাবে গত বছরের এসব আগুনে অন্তত ৪৪৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ প্রতিবেদন অনুযায়ী দেশে অগ্নিকাণ্ড নিয়মিত ঘটনা হলেও গত কয়েকদিনের বড় বড় অগ্নিকাণ্ডকে ‘সন্দেহের চোখে’ দেখছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান। তিনি বলেন, বিশেষ করে শাহজালাল বিমানবন্দর একটি কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) এলাকা এবং সেখানে সার্বক্ষণিক মনিটরিং থাকার কথা। সেখানে আগুন লাগলেও এতক্ষণ ধরে জ্বলার কথা নয়।

ফায়ার সার্ভিসের আরেক সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদউল্লাহ গণমাধ্যমকে বলেন, ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার আলামত থাকতে পারে। শাহজালাল বিমানবন্দরে আগুন নেভানোর সবকিছু থাকা সত্ত্বেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক। যেভাবে একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটছে, তাতে দেশের অর্থনীতি দুর্বল করার কোনো পাঁয়তারা চলছে কি না, সেটি খতিয়ে দেখার বিষয়।

‘নাশকতা’ সংযোগ খতিয়ে দেখছে সরকার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে জনমনে যে উদ্বেগ দেখা দিয়েছে, সেটি আমলে নিয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার এ উদ্বেগের কথা গভীরভাবে অবগত। আমরা আশ্বস্ত করতে চাই— নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

এসব ঘটনায় কোনো ধরনের নাশকতার সংযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়েছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন-

সাম্প্রতিক অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র: মির্জা ফখরুল

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা: সরকার

ধারাবাহিক অগ্নিকাণ্ডে উদ্বেগ: স্বচ্ছ তদন্ত চাইলেন তারেক রহমান

শাহজালাল বিমানবন্দরে আগুন: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার

বিভিন্ন স্থানে আগুন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: সারজিস আলম

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা: সরকার

৮ ঘণ্টা আগে

রাতের মধ্যে ফ্লাইট চালুর আশা উপদেষ্টার

শনিবার বেলা ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজের (আমদানি করা পণ্য মজুত স্থান) কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন ইলেকট্রনিক্স গোডাউনে পৌঁছায়। এর মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে দাহ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্করী রূপ ধারণ করে।

৯ ঘণ্টা আগে

আগুন নেভাতে গিয়ে ২৫ আনসার সদস্য আহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে রোবট

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। আগুনের তীব্রতা কমে এলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

১০ ঘণ্টা আগে