
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “এই হামলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। জাতীয় নির্বাচন বানচালের যেকোনো চেষ্টাই কঠোর হাতে দমন করা হবে।”
তিনি জানান, আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় রুটিন আলোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদিসহ অন্যান্য জুলাইযোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট ও সন্ত্রাসী তৎপরতা দমনে গঠিত অপারেশন ডেভিলহান্টের ফেজ-২ অবিলম্বে চালু করা হবে।
নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতদিন শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও চাইলে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাবেন। পাশাপাশি, যেসব প্রার্থীর ব্যক্তিগত অস্ত্র বর্তমানে সরকারের কাছে জমা রয়েছে, সেগুলোও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসমান হাদির শারীরিক অবস্থার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বর্তমানে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তিনি সব ধর্মের মানুষের কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এদিকে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে প্রকাশ্য দিবালোকে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলির ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “এই হামলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। জাতীয় নির্বাচন বানচালের যেকোনো চেষ্টাই কঠোর হাতে দমন করা হবে।”
তিনি জানান, আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় রুটিন আলোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদিসহ অন্যান্য জুলাইযোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট ও সন্ত্রাসী তৎপরতা দমনে গঠিত অপারেশন ডেভিলহান্টের ফেজ-২ অবিলম্বে চালু করা হবে।
নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতদিন শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও চাইলে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাবেন। পাশাপাশি, যেসব প্রার্থীর ব্যক্তিগত অস্ত্র বর্তমানে সরকারের কাছে জমা রয়েছে, সেগুলোও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসমান হাদির শারীরিক অবস্থার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বর্তমানে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তিনি সব ধর্মের মানুষের কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এদিকে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে প্রকাশ্য দিবালোকে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলির ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে।
৫ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নি।
৭ ঘণ্টা আগে
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃ
৮ ঘণ্টা আগে