সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক ও নারী-শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শনিবার (২০ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা, পুশইনসহ নানা নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে।

বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এ অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে।

ড. ইউনূস উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ সদস্য বীরত্বপূর্ণ খেতাব লাভ করেন এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ এ বাহিনীর ইতিহাসকে মহিমান্বিত করেছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার বৃহত্তর কল্যাণে আত্মোৎসর্গকারী বিজিবি সদস্যদের আত্মার শান্তি কামনা করেন তিনি। একই সঙ্গে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদির জানাজা ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে বিপুলসংখ্যক লোকসমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত

২ ঘণ্টা আগে

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়, এ সময় সংসদ ভবন ও এর আশপ

৩ ঘণ্টা আগে

‘ব্যর্থ’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি নাগরিক সমাজের

১২ ঘণ্টা আগে

ছায়ানটে হামলার বিচার চেয়ে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা ও সংস্কৃতির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ্য করে সহিংসতা একটি ভয়ংকর বার্তা বহন করে, যা রুখে দিতে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

১৩ ঘণ্টা আগে