কৈলাশটিলার বন্ধ কূপে মিলল গ্যাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা যাবে জাতীয় গ্রিডে। ছবি: সংগৃহীত

সিলেট কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের বন্ধ হয়ে যাওয়া একটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে। প্রায় সাড়ে তিন মাসের চেষ্টায় ওই কূপ থেকে গ্যাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, ওয়ার্কওভার কাজ সফলভাবে শেষ হলে কৈলাশটিলার ১ নম্বর কূপ থেকে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। দুই-তিন দিনের মধ্যে এ গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় কৈলাশটিলায়। দেশের অন্যতম পুরনো এই কূপ থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে প্রায় ৩৬ বছর। ২০১৯ সালের পর আর এখান থেকে কোনো গ্যাস পাওয়া যায়নি।

পেট্রোবাংলা জানিয়েছে, প্রায় ছয় বছর পর আবার কৈলাশটিলায় গ্যাসের জন্য অনুসন্ধান শুরু হয়। বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২ মেশিনের মাধ্যমে গত ১২ আগস্ট কূপটির ওয়ার্কওভার কাজ শুরু হয়। চার মাসের মাথায় কূপটিতে মিলেছে গ্যাসের সন্ধান, যা আগামী ১০ বছর ধরে সরবরাহ করা যাবে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট পরিমাণে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে কৈলাশটিলার ২ নম্বর কূপ থেকে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক পাঁচ দশমিক ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ পাওয়া গিয়েছিল। গত বছর কৈলাশটিলার ৮ নম্বর কূপ খনন করেও প্রতিদিন ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধান উপদেষ্টার বিশ্বাস— সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট— দুটিই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সমর্থন দিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা প্রচার চালাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, “আমি মনে করি না কোনো দল ‘না’ ভোটের পক্ষে যাবে।”

৫ ঘণ্টা আগে

‘গণভোট নিয়ে মানুষ সচেতন হলে দলগুলো সংস্কার মেনে নিতে বাধ্য হবে’

এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা যদি অতীতের মতো শাসন দেখতে না চাই, তাহলে গণভোটে ‘হ্যাঁ’-সূচক ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচার চালাতে হবে। যখন মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে, তখন রাজনৈতিক দলগুলো সংস্কার মেনে নিতে বাধ্য হবে।

৬ ঘণ্টা আগে

‘ভারতে না খেলার অবস্থানে আমরা অনড়’

উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা এবং বাংলাদেশের নিরাপত্তা—এসব বিষয়ে আমরা কোনো আপস করব না। আমরা অবশ্যই ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। অন্য একটি আয়োজক দেশ শ্রীলঙ্কাও আছে, সেখানে আমরা খেলতে ইচ্ছুক।’

৭ ঘণ্টা আগে

পুলিশের ১৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ১৪ জন কর্মকর্তার পদায়ন ও বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

৭ ঘণ্টা আগে