কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
৯ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য। অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর পদক্ষেপের সিদ্ধান্তের ধারাবাহিকতায় দেশটি এ কাজ করেছে। যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘটনা এই প্রথম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় লন্ডন থেকে আসা এইচএমএফ৮৫১ নামের বিশেষ বিমানে এই ৯ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের কারও ভিসা ছিল না বলে জানা গেছে মন্ত্রণালয় সূত্রে।
ফেরত আসা একাধিক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। হঠাৎ ধরপাকড় চালিয়ে দেশটির হোম অফিস তাদের ফেরত পাঠিয়েছে। অনেককে জামাকাপড় বা অন্য কিছু নেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কয়েকজনের স্ত্রী-সন্তান এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন।
গত কয়েক মাস ধরে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকদেরই তারা নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
এবার যুক্তরাজ্যও একই পথে হাঁটতে শুরু করল। যেসব অভিবাসীর ভিসা বা বৈধ কোনো কাগজপত্র নেই বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্টদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে দেশে ফেরত পাঠাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য শুরুতে নারী-পুরুষ মিলিয়ে ১৮ জনের একটি তালিকা দিয়েছিল, যাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ছিল। পরে তারা ১৫ জনের কথা জানায়। শেষ পর্যন্ত অবশ্য ৯ জনকে ফেরত পাঠিয়েছে তারা।
যে ৯ জন যুক্তরাজ্য থেকে ফিরে এসেছেন তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। তারা হলেন— মুজিবুল ইসলাম, মাসুদ পারভেজ, নাদির খান, হক মো. আমরানুল, মো. এনামুল হুসাইন, আব্দুল আমিন, কয়সর মিয়া, মো. ফয়সাল আহমেদ ও জুয়েল মিয়া।
বিমানবন্দরে এই ৯ বাংলাদেশিকে গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা।
৯ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য। অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর পদক্ষেপের সিদ্ধান্তের ধারাবাহিকতায় দেশটি এ কাজ করেছে। যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘটনা এই প্রথম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় লন্ডন থেকে আসা এইচএমএফ৮৫১ নামের বিশেষ বিমানে এই ৯ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের কারও ভিসা ছিল না বলে জানা গেছে মন্ত্রণালয় সূত্রে।
ফেরত আসা একাধিক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। হঠাৎ ধরপাকড় চালিয়ে দেশটির হোম অফিস তাদের ফেরত পাঠিয়েছে। অনেককে জামাকাপড় বা অন্য কিছু নেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কয়েকজনের স্ত্রী-সন্তান এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন।
গত কয়েক মাস ধরে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকদেরই তারা নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
এবার যুক্তরাজ্যও একই পথে হাঁটতে শুরু করল। যেসব অভিবাসীর ভিসা বা বৈধ কোনো কাগজপত্র নেই বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্টদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে দেশে ফেরত পাঠাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য শুরুতে নারী-পুরুষ মিলিয়ে ১৮ জনের একটি তালিকা দিয়েছিল, যাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ছিল। পরে তারা ১৫ জনের কথা জানায়। শেষ পর্যন্ত অবশ্য ৯ জনকে ফেরত পাঠিয়েছে তারা।
যে ৯ জন যুক্তরাজ্য থেকে ফিরে এসেছেন তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। তারা হলেন— মুজিবুল ইসলাম, মাসুদ পারভেজ, নাদির খান, হক মো. আমরানুল, মো. এনামুল হুসাইন, আব্দুল আমিন, কয়সর মিয়া, মো. ফয়সাল আহমেদ ও জুয়েল মিয়া।
বিমানবন্দরে এই ৯ বাংলাদেশিকে গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা।
‘মঞ্চ ২৪’ বলছে, ‘মঞ্চ ৭১’ ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় দেশবিরোধী তৎপরতায় জড়িত। এসব কার্যক্রম নিয়ে প্রশাসন নিষ্ক্রিয় ও উদাসীন অভিযোগ করে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আলমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’।
১২ ঘণ্টা আগেপররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আট বছর আগে। এই আট বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। রোহিঙ্গা সংকট নিয়ে এখনো কোনো সমাধানে আসতে পারিনি। ক্রমেই এটি আঞ্চলিক সমস্যায় পরিণত হতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে