
ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে অভিবাসী বিভিন্ন দেশের নাগরিকের কত শতাংশ দেশটিতে সরকারি কল্যাণ সহায়তা গ্রহণ করে থাকে, তার একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশভিত্তিক অভিবাসীদের এ তালিকায় বাংলাদেশ রয়েছে ১৯তম স্থানে। ট্রাম্পের এ তালিকা বলছে, দেশটিতে অবস্থানরত অর্ধেকের বেশি বাংলাদেশি অভিবাসী মার্কিন সরকারের কল্যাণ সহায়তা নিয়ে থাকেন।
সোমবার (৫ জানুয়ারি) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তালিকা প্রকাশ করেছেন। পরে ট্রাম্পের এ তালিকাটিই মার্কিন সরকারের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী পরিবারগুলোর অবস্থান রয়েছে মধ্যম-উচ্চ স্তরে।
প্রকাশিত এ তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে। এ সহায়তার মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা, আবাসন ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।
তালিকায় সর্বোচ্চ সহায়তা গ্রহণকারী অভিবাসীদের দেশ হিসেবে উঠে এসেছে ভুটানের নাম। এ দেশটির ৮১ দশমিক ৪ শতাংশ অভিবাসীই কোনো না কোনো মার্কিন সরকারি সহায়তা গ্রহণ করে থাকেন। এর পরের অবস্থানেই রয়েছে যথাক্রমে উত্তর ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) ও সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ)।
তালিকায় বাংলাদেশের কাছাকাছি অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে এল সালভাদর (৫৫ দশমিক ৪ শতাংশ), মেক্সিকো (৫৪ শতাংশ), উজবেকিস্তান (৫৩ দশমিক ৯ শতাংশ) ও হন্ডুরাস (৫২ দশমিক ৯ শতাংশ)।
ট্রাম্পের দেওয়া তালিকায় দেখা যায়, তুলনামূলক কম হারে সরকারি সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা (২৬ দশমিক ২ শতাংশ), ইসরায়েল/ফিলিস্তিন (২৫ দশমিক ৯ শতাংশ), সৌদি আরব (২৫ দশমিক ৭ শতাংশ) ও বারমুডা (২৫ দশমিক ৫ শতাংশ)।
এ তালিকায় মোট ১২০টি দেশ রয়েছে। এতে ২৫ শতাংশের নিচে সরকারি সহায়তা গ্রহণকারী কোনো দেশের নাম নেই। ধারণা করা হচ্ছে, যেসব দেশের অভিবাসী পরিবারগুলোর মধ্যে অন্তত ২৫ শতাংশ বা তার বেশি সরকারি সহায়তা নেয়, শুধু সেসব দেশের তথ্যই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসী বিভিন্ন দেশের নাগরিকের কত শতাংশ দেশটিতে সরকারি কল্যাণ সহায়তা গ্রহণ করে থাকে, তার একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশভিত্তিক অভিবাসীদের এ তালিকায় বাংলাদেশ রয়েছে ১৯তম স্থানে। ট্রাম্পের এ তালিকা বলছে, দেশটিতে অবস্থানরত অর্ধেকের বেশি বাংলাদেশি অভিবাসী মার্কিন সরকারের কল্যাণ সহায়তা নিয়ে থাকেন।
সোমবার (৫ জানুয়ারি) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তালিকা প্রকাশ করেছেন। পরে ট্রাম্পের এ তালিকাটিই মার্কিন সরকারের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী পরিবারগুলোর অবস্থান রয়েছে মধ্যম-উচ্চ স্তরে।
প্রকাশিত এ তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে। এ সহায়তার মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা, আবাসন ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।
তালিকায় সর্বোচ্চ সহায়তা গ্রহণকারী অভিবাসীদের দেশ হিসেবে উঠে এসেছে ভুটানের নাম। এ দেশটির ৮১ দশমিক ৪ শতাংশ অভিবাসীই কোনো না কোনো মার্কিন সরকারি সহায়তা গ্রহণ করে থাকেন। এর পরের অবস্থানেই রয়েছে যথাক্রমে উত্তর ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) ও সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ)।
তালিকায় বাংলাদেশের কাছাকাছি অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে এল সালভাদর (৫৫ দশমিক ৪ শতাংশ), মেক্সিকো (৫৪ শতাংশ), উজবেকিস্তান (৫৩ দশমিক ৯ শতাংশ) ও হন্ডুরাস (৫২ দশমিক ৯ শতাংশ)।
ট্রাম্পের দেওয়া তালিকায় দেখা যায়, তুলনামূলক কম হারে সরকারি সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা (২৬ দশমিক ২ শতাংশ), ইসরায়েল/ফিলিস্তিন (২৫ দশমিক ৯ শতাংশ), সৌদি আরব (২৫ দশমিক ৭ শতাংশ) ও বারমুডা (২৫ দশমিক ৫ শতাংশ)।
এ তালিকায় মোট ১২০টি দেশ রয়েছে। এতে ২৫ শতাংশের নিচে সরকারি সহায়তা গ্রহণকারী কোনো দেশের নাম নেই। ধারণা করা হচ্ছে, যেসব দেশের অভিবাসী পরিবারগুলোর মধ্যে অন্তত ২৫ শতাংশ বা তার বেশি সরকারি সহায়তা নেয়, শুধু সেসব দেশের তথ্যই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা যদি অতীতের মতো শাসন দেখতে না চাই, তাহলে গণভোটে ‘হ্যাঁ’-সূচক ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচার চালাতে হবে। যখন মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে, তখন রাজনৈতিক দলগুলো সংস্কার মেনে নিতে বাধ্য হবে।
৩ ঘণ্টা আগে
উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা এবং বাংলাদেশের নিরাপত্তা—এসব বিষয়ে আমরা কোনো আপস করব না। আমরা অবশ্যই ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। অন্য একটি আয়োজক দেশ শ্রীলঙ্কাও আছে, সেখানে আমরা খেলতে ইচ্ছুক।’
৪ ঘণ্টা আগে
পুলিশের ১৪ জন কর্মকর্তার পদায়ন ও বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য। ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।
৪ ঘণ্টা আগে