এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা চলাকালে হাসপাতালটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র এবং উপস্থিত পুলিশ সদস্যদের বরাতে জানা গেছে, সোমবার গভীর রাত ২টার দিকে প্রধান ফটকের সামনে ব্যারিকেড স্থাপন করা হয়। রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং আশপাশে অযাচিত ভিড় ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার গভীর রাতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারা হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল ত্যাগ করার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘বাইপাসিং স্ট্র্যাটেজি’তে মনস্তাত্ত্বিকভাবেও অবরুদ্ধ পাকিস্তানি বাহিনী

১৯৭১ সালের ২ ডিসেম্বর তারিখটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘অনানুষ্ঠানিক যুদ্ধে’র সর্বশেষ দিন হিসেবে চিহ্নিত। কারণ ঠিক পরদিন অর্থাৎ ডিসেম্বর থেকেই শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। তবে সমরবিদ ও ইতিহাস গবেষকদের মতে, ২ ডিসেম্বর ছিল সেই দিন যখন পাকিস্তানি দখলদার বাহিনী সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় দিক থেকেই

৭ ঘণ্টা আগে

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।

১৭ ঘণ্টা আগে

৭ বিষয়ে এনআইডি সংশোধন স্থগিত রাখছে ইসি

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এনআইডি সংশোধনের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করার কারণে এই সাতটি বিষয়ে এখন কোনো পরিবর্তন করা যাবে না। কারণ এগুলো পরিবর্তন হলে ভোটার তালিকায় প্রভাব পড়বে।’

১৮ ঘণ্টা আগে

চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

এর আগে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পাই। পরে বিকেল ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে সাতটি ইউনিট কাজ করে।’

১৮ ঘণ্টা আগে