‘তিন-শূন্য বিশ্ব’ই পৃথিবীকে বাঁচানোর একমাত্র পথ— বিশ্বনেতাদের প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

ব্যক্তিগত মুনাফাহীন এক নতুন ব্যবসায়িক ধারা সামাজিক ব্যবসা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশ্বনেতাদের তিনি বলেছেন, ‘তিন-শূন্য বিশ্ব’ গঠন কোনো স্বপ্ন নয়, বরং এটি একান্ত প্রয়োজন এবং বিশ্বকে রক্ষা করার একমাত্র পথ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) ২০২৫ সালের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো একটি ‘তিন-শূন্য বিশ্ব’ গঠন করা, যেখানে সম্পদ কেন্দ্রীকরণ শূন্য হবে (অর্থাৎ দারিদ্র্যমুক্ত বিশ্ব), বেকারত্ব শূন্য হবে (প্রত্যেকে উদ্যোক্তা হবে) এবং কার্বন নিঃসরণ থাকবে শূন্য। এটি কোনো কল্পনা নয়, এটি বাস্তব প্রয়োজন, পৃথিবী বাঁচানোর একমাত্র উপায়।

ক্ষুধা কোনো অভাবের কারণে সৃষ্টি হয়নি, বরং বর্তমান অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, তাই আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতে হবে। পুরোনো মুনাফাভিত্তিক ব্যবসা ব্যবস্থা কোটি কোটি মানুষকে পিছিয়ে দিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, এখন সময় এসেছে এমন এক নতুন ব্যবসা কাঠামো গড়ে তোলার, যা সমস্যার তৈরি করে না, বরং সমস্যার সমাধান করে। এই মডেল হলো সামাজিক ব্যবসা, যা ব্যক্তিগত লাভের জন্য নয়, মানবকল্যাণের জন্য।

বাংলাদেশে সামাজিক ব্যবসায়ের কার্যকারিতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দেখিয়েছে, দরিদ্র নারীরাও হতে পারেন শক্তিশালী উদ্যোক্তা। গ্রামীণ দানোন শিশু অপুষ্টির বিরুদ্ধে লড়ছে। এ রকম অসংখ্য সামাজিক ব্যবসা এখন বিশ্ব জুড়ে গড়ে উঠছে এবং মানুষকে ক্ষমতায়ন করছে। এগুলো তত্ত্ব নয়, বাস্তব উদাহরণ।

উদ্যোক্তা হওয়ার বাস্তবতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তরুণ উদ্যোক্তা, নারী, কৃষক, কৃষিব্যবসায়ী ও প্রযুক্তি উদ্ভাবকদের সহায়তায় সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে হবে। এ ধরনের উদ্যোগের জন্য আইনি ও আর্থিক কাঠামো তৈরি করতে হবে, যা উদ্যোক্তাদের প্রতিবন্ধক না হয়ে সহায়ক হবে।

তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, আজকের তরুণ প্রজন্ম আগের প্রজন্মের মতো নয়। তারা সৃজনশীল, সংযুক্ত ও প্রযুক্তিতে দক্ষ। তাদের চাকরির অপেক্ষায় না রেখে চাকরি তৈরিতে ক্ষমতায়ন করতে হবে।

‘তরুণদের জন্য বিনিয়োগ তহবিল ও সামাজিক ব্যবসা তহবিল তৈরি করতে হবে। কৃষি উদ্ভাবন কেন্দ্র, কৃষিপ্রযুক্তি, পরিবেশবান্ধব খাদ্য উৎপাদন ও জলবায়ু-স্মার্ট উদ্যোক্তা তৈরিতে সহায়তা দিতে হবে। যদি আমরা তরুণদের ওপর বিনিয়োগ করি, তাহলে শুধু পৃথিবীর খাদ্য-নিরাপত্তাই নিশ্চিত হবে না, আমরা পুরো বিশ্বকেই পরিবর্তন করতে পারব,’— বলেন অধ্যাপক ইউনূস।

বিশ্বব্যাপী সহযোগিতা বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যবিরোধী বৈশ্বিক জোটের (গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি) প্রতিষ্ঠাতা সদস্য। আমরা এফএও ও জি-২০-এর সঙ্গে মিলিতভাবে প্রযুক্তিগত, আর্থিক ও নৈতিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই ফোরামের তিনটি ভিত্তি— তরুণ, বিজ্ঞান ও বিনিয়োগ। এগুলো শুধু স্লোগান নয়, এগুলোই আমাদের খাদ্যব্যবস্থা ও সমাজকে রূপান্তরের মূল হাতিয়ার।

সৃজনশীলতা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, আজকের বিশ্বে সম্পদ ও প্রযুক্তি আছে, ভবিষ্যতে আরও অভাবনীয় প্রযুক্তি আসবে। কিন্তু প্রয়োজন এমন সৃজনশীল চিন্তা ও উপযুক্ত ব্যবসায়িক কাঠামো, যার মাধ্যমে আমরা নতুন এক পৃথিবী গড়ে তুলতে পারব। আমরা যদি কল্পনা করতে পারি, তবে আমরা তা বাস্তবায়নও করতে পারব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত : ইসি সচিব

কর্মশালায় “গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি” বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।

১৩ ঘণ্টা আগে

পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে : হাইকমিশনার

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারব না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’

১৪ ঘণ্টা আগে

পোস্টাল ভোটিংয়ে আরো ১৫ দিন সময় বাড়িয়েছে ইসি

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন তিনি।

১৫ ঘণ্টা আগে

গাজীপুরে বদ্ধ ঘর থেকে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরে একটি ফ্ল্যাটের দরজা বদ্ধ ঘর থেকে শাহানা বেগম (৫৭) নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান (পশ্চিম পাড়া) এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১৫ ঘণ্টা আগে