সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮: ৩৫
রণক্ষেত্র গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি রয়েছে। তা সত্ত্বেও হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত রেখেছে। ছবি: ফোকাস বাংলা

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা জেলা শহর ত্যাগ করেছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর দলটির ১৫-১৬টি গাড়ির বহর নিরাপত্তা বলয়ের মধ্যে গোপালগঞ্জ ছাড়ে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমরা গোপালগঞ্জ ত্যাগ করেছি। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে জেলা ছাড়তে পেরেছি।

বহরে থাকা এনসিপি নেতাদের মধ্যে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তারা সবাই বিকেলবেলা সার্কিট হাউজ থেকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় বের হয়ে যান।

এর আগে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দলটির গাড়িবহরে হামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় এনসিপি নেতারা জেলা সার্কিট হাউজে আশ্রয় নেন।

গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির পর রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সময় ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

দুদক সূত্র জানিয়েছে, আসামিদের কাছে সম্পদের উৎস ও সম্পদের বিবরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে এই দম্পতিকে নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। আত্মগোপনে থাকা এ দম্পতি দুদকের নোটিশের জবাবে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হন। পরে তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

৮ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন,

৮ ঘণ্টা আগে

ফ্যাসিস্টদের অপরাজনীতি ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা তৈরিতে সরাসরি জড়িত। তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে। ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে। তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

১২ ঘণ্টা আগে

সুইমিং পুলে শিক্ষার্থীর মৃত্যু: সহপাঠীদের ৪ দাবি, ক্লাস-পরীক্ষা বর্জন ৩ দিন

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান সায়মা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয় জুড়ে শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

১২ ঘণ্টা আগে