১১ ডিসেম্বরের মধ্যে তফসিল, ভোটগ্রহণের সময় বাড়ছে ১ ঘণ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩৬
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার বিষয়টিকে সামনে রেখে এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে তারা। এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়াচ্ছে। বাড়বে গোপন বুথের সংখ্যাও।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচনের তফসিল নিয়ে আগামী রোববার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, নির্বাচন কমিশনের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে।

ওইদিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বাংলাদেশের আইন অনুযায়ী, ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন।

নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার প্রস্তুতির পাশাপাশি এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে, প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এসব সিদ্ধান্তই আগামী রোববারের বৈঠকে চূড়ান্ত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খালেদা জিয়াকে দেখতে ৩ বাহিনীর প্রধানরা এভারকেয়ারে

এরপর নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।

১৩ ঘণ্টা আগে

জুলাই আন্দোলনের ১০৬ মামলার চার্জশিট

অন্যান্য ধারার ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রো

১৪ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জ

১৫ ঘণ্টা আগে

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১৯৫

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, দুটি ম্যাগজিন, গুলি ৩ রাউন্ড, দুটি রাউন্ড কার্তুজ, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি দা উদ্ধার করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে