‘রাজসাক্ষী’র ৫ বছরের কারাদণ্ডে শহিদ পরিবারে তীব্র অসন্তোষ, যাবজ্জীবন দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুলাইয়ে শহিদ ও আহতদের স্বজন ও জুলাইযোদ্ধারা সোমবার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের সাজার রায় প্রত্যাখ্যান করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন জুলাইয়ে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা। তারা এই আসামির ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড রায় দাবি করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। একই অপরাধে এ মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন বিচারক। সাবেক আইজিপি মামলায় ‘রাজসাক্ষী’ হওয়ায় তাকে সাজা কমিয়ে দিয়েছেন আদালত।

রায়ের পরপরেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান জুলাইয়ে শহিদ ও আহতদের পরিবার এবং জুলাইযোদ্ধারা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করে তারা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন।

রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জুলাই শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর যে রায় এসেছে, তার সঙ্গে আমরা একমত পোষণ করছি। কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুনের যেই রায়টি এসেছে, সেটি আমরা প্রত্যাখ্যান করছি।’

অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা নিয়ে স্নিগ্ধ বলেন, রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহিদ পরিবার ও আহতদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করব। আমাদের ইচ্ছা, সেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক।

জুলাই বিপ্লবের আরেক শহিদের বোন বলেন, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে, পাঁচ বছর কিছুই না।

ক্ষোভ জানিয়ে জুলাই শহিদের এই বোন বলেন, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই। তার পাঁচ বছরের শাস্তি আমরা মানি না। আমরা আবার আপিল করব।

একই ধরনের হতাশা প্রকাশ করেন অন্য শহিদদের স্বজনেরাও। শহিদ মুগ্ধের বাবা বলেন, এ রায় আমরা শহিদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। আমরা শহিদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কমপক্ষে যাবজ্জীবন শাস্তি আশা করছিলাম। আপিলের মাধ্যমে আদালত এই রায় পুনর্বিবেচনা করবে।

শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা বলেন, আইজিপির যে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই।

পুলিশের ছেলে হয়েও পুলিশেরই গুলিতে শহিদ ইমাম হাসান ভূঁইয়া তাইমের ভাইও সাবেক আইজিপির যাবজ্জীবন দাবি করেছেন।

এর আগে রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ এবং ‘সিস্টেম্যাটিক’ ও ‘ওয়াইডস্প্রেড’ আক্রমণের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষী হিসেবে অপরাধ স্বীকার করে রাষ্ট্রপক্ষকে সহায়তা করায় আইন অনুযায়ী তাকে নমনীয় দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এদিকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও দাবি জানান শহিদ পরিবারের সদস্যরা। মীর স্নিগ্ধ বলেন, শুধু রায় দিয়ে বসে থাকলেই হবে না। এই প্রসেসটি দেখাতে হবে, কীভাবে সেই খুনি হাসিনা ও খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে এবং দেশ থেকে এ কার্যক্রম যত শিগগিরই সম্ভব শুরু করার জন্য আমাদের শহিদ ও আহতদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, আমরা আমাদের লড়াই বন্ধ রাখব না।

তবে এ রায়ের বিষয়ে কিছুটা ভিন্নমতও পাওয়া গেছে। জুলাই আন্দোলনে আহত একজন ব্যক্তি মামুনের দণ্ড নিয়ে বলেন, রাজসাক্ষী বানিয়ে তাকে ছাড় দেওয়ার কোনো পরিকল্পনা ছিল কি না, এ নিয়ে আমার একটু সন্দেহ আছে। তারপরও সার্বিক বিচারে সন্তুষ্ট এ জন্য যে কয়েক মাসের ভেতরেই এ বিচারের রায়টা আমরা শুনতে পারছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাঘ-হাতি শিকারে ১২ বছরের জেল, ১৫ লাখ টাকা জরিমানা

এই অধ্যাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ

যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

২ ঘণ্টা আগে

দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের পঞ্চগড় জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

৪ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালত নির্দেশ দিয়েছেন যে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করা হয়। সে কারণেএই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে