দেশ সংকটময় মুহূর্তে, নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যৎ: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ‘বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ মূলত আগামী জাতীয় নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে।’

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব নয়। নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ লোক যুক্ত থাকবেন। এবার জেলে থাকা ব্যক্তিদের এবং প্রবাসীদেরও ভোটাধিকার রক্ষার জন্য বিশেষভাবে অ্যাপের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।’

এছাড়া তিনি উল্লেখ করেন, নির্বাচনে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সংখ্যার দিক থেকে এটি সর্ববৃহৎ বাহিনী। শুধু গতানুগতিকভাবে কাজ করলে হবে না, নতুনভাবে এবং দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এছাড়া, এআই ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল মনোভাব দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভোটারপ্রতি প্রার্থী খরচ করতে পারবেন সর্বোচ্চ ১০ টাকা

এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও খরচ নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করা হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

২ ঘণ্টা আগে

জোটে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, অধ্যাদেশ জারি

অবশেষে সরকার সেই সংশোধনই বহাল রেখে অধ্যাদেশ জারি করেছে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও অন্য দলের প্রতীক ব্যবহার করে ভোট করা যাবে না। প্রতিটি দলকে নিজেদের স্বীকৃত প্রতীকে ভোট করতে হবে।

৩ ঘণ্টা আগে

একক প্রার্থী হলে ‘না’ ভোট দিতে পারবেন ভোটাররা

২০১৪ সালের নির্বাচনের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, এবার ফিরলো ‌‘না ভোট’। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে সেখানে যারা ভোটার আছে তারা ‘না’ ভোট দিতে পারবেন। ‘না ভোট’ বেশি হলে ওই এলাকায় নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে

৩ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪৭

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন রাজশাহী বিভাগের এবং বাকি তিনজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) রোগী ছিলেন।

১৬ ঘণ্টা আগে