মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮: ০৮

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনার পর পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার মধ্যে পরীক্ষার মাত্র তিন ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা এলো।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এ তথ্য মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। সকাল ৭টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সংক্রান্ত বার্তা পাঠিয়েছে গণমাধ্যমে।

এর আগে অবশ্য সোমবার দিবাগত রাত ৩টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে একই কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।’

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। ১২ মিনিট পরেই এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১৭১ জন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। দুর্ঘটনা ঘিরে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে মধ্যরাত পর্যন্ত মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় সমালোচনার ঝড় ওঠে।

অনলাইন-অফলাইনে অনেকেই বলছেন, দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগ শিক্ষার্থী হওয়ায় তা এইচএসসি পরীক্ষার্থী প্রভাবিত করবে। তারাসহ সারা দেশের মানুষ যখন এত বড় দুর্ঘটনায় শোকে স্তব্ধ, সেখানে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ে ব্যস্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতনামা এক হাজার থেকে ১২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীরা মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্

৭ ঘণ্টা আগে

দেশজুড়ে ভ্যাপসা গরম, ৫ বিভাগ ও ৫ অঞ্চলে তাপপ্রবাহ

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৭ ঘণ্টা আগে

গার্টনার ম্যাজিক কোয়াড্রান্ট তালিকায় টানা ৩ বছর শীর্ষে হুয়াওয়ে

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক অবকাঠামো সেবা দিয়ে গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে।

৭ ঘণ্টা আগে

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা

বৈঠকে অংশ নেওয়া সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজ

৮ ঘণ্টা আগে