ইরান থেকে পাকিস্তান পৌঁছেছেন ২৮ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দলটি সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। এই দলে রয়েছেন ২৮ জন। ইরান-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে করাচি হয়ে বাংলাদেশে ফিরবেন তারা।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তে পৌঁছানো বাংলাদেশি নাগরিকের দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানে করে দেশে ফিরবেন।

মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসনে ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যেন নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এ প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতি হওয়ায় অনেক বাংলাদেশি এখন ফিরতে চাইছেন না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা দেশে ফিরছেন তাদের বেশির ভাগই সেখানে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে জানা যায়। এদের মধ্যে নারী-শিশুও রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অলিম্পিকে ম্যানেজার পদে নিয়োগ, লাগবে স্নাতক পাস

১২ ঘণ্টা আগে

নৌপরিবহন অধিদপ্তরে বিভিন্ন পদে কাজের সুযোগ, ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন

১৩ ঘণ্টা আগে

একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মারা গেছেন। শৈলকূপা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

১৩ ঘণ্টা আগে

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ৫৩

১৩ ঘণ্টা আগে