পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অরাজকতা করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ. মো. সাজ্জাত আলী বলেছেন, অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে। আবার যদি পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করেন তাহলে আপনাদের ৫ আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি নিয়ে বাড়িঘর পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি নগরবাসীর প্রতি এই অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানো বা প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সঙ্গে রাজপথে, রাস্তায় করেন, আমি তাদের অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সঙ্গে রাস্তায় কোনো ক্ল্যাশে, কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়। আমরা আপনাদের সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। গণ-অভ্যুত্থান হয়ে গেছে। সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে সমাজে অস্থিরতা দেখা দেবে। সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এ রূপ ব্যবহার আমাদের বড়ই মর্মাহত করেছে। আমরা এ রূপ ব্যবহার কোনো শিক্ষিত, বুঝবান মানুষের থেকে আশা করি না।

তিনি আরও বলেন, গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে। আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল। নিরপরাধ মানুষটিকে এভাবে ককটেল মেরে আহত করা হলো। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।

ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পর ৮০ বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে পাহারা দিতে হয়েছে। আমার অফিসারদের মনোবাল যদি ভেঙে যায়, তাহলে আপনাদের আবার এই বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নেমে বাড়িঘরের পাহারা দিতে হবে। সুতরাং যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এ রূপ কাজটি করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য, ভালো থাকার জন্য।

ককটেল নিক্ষেপকারীদের গুলি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আপনারা আইনটা দেখেন। আমি নিজে কোনো আইন বানাইনি। আইন বানায় পার্লামেন্ট। এ দেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন। আমি কোনো নির্দেশ দেইনি। আমার অফিসারদের আমি শুধু বলছি, আইনে এই কথাটা বলা আছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাসিনার রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে ৩ বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মো. শরীফ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩ ঘণ্টা আগে

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয় : জাতিসংঘে বাংলাদেশ

বাংলাদেশের প্রতিনিধিদল প্রস্তাব গৃহীত হওয়ার পর ধন্যবাদ জানালেও গত আট বছরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে।

৩ ঘণ্টা আগে

এই রায় গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে: বদিউল আলম

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ-সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে আজ রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।

৪ ঘণ্টা আগে

গণতন্ত্রের নতুন সূচনা এই রায়: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলের মতে, এই রায় দেশে ভোটের শুদ্ধতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করবে।

৪ ঘণ্টা আগে