শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ, আদালতে রাজসাক্ষী মামুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আজ রোববার (৩ আগস্ট)। মামলার আরেক আসামি ও বর্তমানে রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর। এ বক্তব্য বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলে তিনি রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করে। ট্রাইব্যুনাল তার সে আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে গত ১ জুন শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে ট্রাইব্যুনালে। সে দিন আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলন ১৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ওই অভিযোগপত্র আমলে নিয়ে গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে দিনই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে চান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার মামলায় লড়বেন না আইনজীবী জেড আই খান পান্না

‘আদালতে যদি আমি প্রোপার-ওয়েতে, নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি তা হলে তো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই,’ বলেন তিনি।

১৮ ঘণ্টা আগে

উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশের খসড়া অনুমোদন

অনুমোদিত চারটি অধ্যাদেশ হলো—দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫।

১৮ ঘণ্টা আগে

স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফতের ফ্ল্যাট-প্লট পরিচালনায় রিসিভার নিয়োগের নির্দেশ

সম্পত্তিগুলোর মধ্যে চৌধুরী নাফিজ সারাফতের নামে থাকা গুলশানে ২০ তলা বাড়ি, রাজধানী ঢাকায় নয়টি ফ্ল্যাট, রাজউক পূর্বাচল ও ঢাকার নিকুঞ্জে একটি করে প্লট, ঢাকা ও গাজিপুরে ২৩ কাঠা জমি। আঞ্জুমান আরা শহিদের ঢাকায় পাঁচটি ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় চার তলা বাড়িসহ সাড়ে সাত কাঠা জমি, নিকুঞ্জে একটি প্লট ও ঢা

১৮ ঘণ্টা আগে

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু

অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। বাকি চারজনের দুজন ময়মনসিংহ বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের।

১৮ ঘণ্টা আগে