পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল, ভোটে দাঁড়াবেন বিএনপি থেকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৭: ২৮
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। বিএনপি এখন পর্যন্ত এ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব। আমি ওখান (ঝিনাইদহ-১) থেকে নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। যখন প্রয়োজন হবে, অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব।’

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। বিএনপির রাজনীতিতে যুক্ত এই আইনজীবী দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলে তিনি ওই সম্পাদকীয় পদ থেকে পদত্যাগ করেন।

আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর ১৯৯৫ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। প্রথিতযশা আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের এই জুনিয়র পরের বছর হাইকোর্ট বিভাগে কাজ করার সুযোগ পান। ২০০৫ সালে তালিকাভুক্ত হন আপিল বিভাগের আইনজীবী হিসেবে।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন বলে জানান আসাদুজ্জামান। তিনি সরে দাঁড়ালে নতুন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে কে আসবেন— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ যাকে করবে তিনিই হবেন অ্যাটর্নি জেনারেল।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণভোটে যারা ‘না’ বলবে, তাদের ঠিকানা বাংলাদেশে হবে না: সাদিক কায়েম

যারা এই গণভোটে ‘না’ ভোটের পক্ষে থাকবে তাদের ফ্যাসিস্টের দোসর বলে আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, গণভোটকে যারা ‘না’ বলবে, তাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না।

৬ ঘণ্টা আগে

অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের সময় অনেক রকমের চেষ্টা হতে পারে। হুট করে যেন কেউ হাজির হতে না পারে এছাড়া নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে।

৭ ঘণ্টা আগে

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট

নিরাপত্তাহীনতা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র‍

৭ ঘণ্টা আগে

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা।

৮ ঘণ্টা আগে