‘শংকামুক্ত নন ওসমান হাদি, তবে অবস্থার কিছুটা উন্নতি’

বিবিসি বাংলা
সমান হাদীকে গুলি করার ঘটনাস্থল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তার সংগঠন। পুলিশ বলছে, দোষীদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ারে হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন মি. হাদি।

শুক্রবার রাত এগারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

এসময় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, গুলিবিদ্ধ হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন।

এই ঘটনায় দোষীদের ধরতে আজ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নি।

শনিবার সকালে পুলিশের আইজিপি বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেছেন, "হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে আমরা সংকল্পবদ্ধ। এ নিয়ে র‍্যাব, পুলিশ, সিআইডি সবাই একসাথে কাজ করছে। আমরা অপরাধীদের ধরে ফেলবো"।

চিকিৎসাধীন মি. হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর শুক্রবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমে ব্রিফ করেন, ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, "হাদির অর্গানগুলো মোটামুটি কাজ করছে। পরবর্তীতে হয়তো তার আর কোন অপারেশন নাও লাগতে পারে"।

গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত চরিত্র হয়ে উঠেন শরীফ ওসমান হাদি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি।

শুক্রবার নির্বাচনী জনসংযোগে অংশ নিয়ে দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হয়ে এখন হাসপাতালে 'লাইফ সাপোর্টে' রয়েছেন তিনি।

'শংকামুক্ত নন, তবে অবস্থার কিছুটা উন্নতি'

শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় তার অস্ত্রোপচার।

অস্ত্রোপচার শেষে তাকে নেওয়া হয়, ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

অপারেশন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বিবিসি বাংলাকে বলেন, "তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। এখন ওনাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রেখেছি। তবে আশার কথা হলো, সাইন অব লাইফ বা জীবনের চিহ্ন ওনার মধ্যেআছে ।"

অপারেশন চলাকালে ওসমান হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।

এমন অবস্থায় পরিবারের ইচ্ছায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি শুরু হয়।

রাত আটটার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেকেই তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসেন।

শুক্রবার রাত এগারোটার কিছু আগে হাসপাতালের সামনে ব্রিফিং করেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও চিকিৎসকদের একটি দল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল আহাদ এসময় বলেন, "তার অবস্থা খুবই ক্রিটিকাল ছিল। অপারেশন শেষ করার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মূলত তার পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে"।

তিনি এটিও জানিয়েছেন, শুক্রবার রাতে সেখানে ভর্তির পর থেকে আর অপারেশনের প্রয়োজন হয়নি। নতুন করে আর অপারেশনের প্রয়োজন নাও হতে পারে।

সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ''বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট মস্তিষ্কের ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে 'ম্যাসিজ ব্রেন ইনজুরি' বলা হয়। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝূঁকিপূর্ণ''। এখন নতুন কোনো ইন্টারভেনশন করা হচ্ছে না''।

২৪ ঘণ্টার আল্টিমেটাম, পুলিশ বলছে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে

এই ঘটনায় দ্রুতই অপরাধীদের আটকে আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ারও দাবি জানানো হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।

রাত ১১ টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সামনে ব্রিফিং করা হয়।

এসময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, "ডাক্তাররা বলেছেন তারা ওসমান হাদির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছে"।

এসময় প্রয়োজনে চার্টার্ড বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়ারও দাবি জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।

এসময় মি. জাবের বলেন, "আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা বলেছে ওসমান হাদির অবস্থা আগের থেকে উন্নত, তবে তিনি শঙ্কামুক্ত নন'।

গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করা হয়।

ওসমান হাদির নিজ সংগঠন ইনকিলাব মঞ্চ এই ঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষকে সন্দেহ করছে না বা,আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছে না।

মি. জাবের বলেন, "আমরা কাউকেই সন্দেহের চোখে দেখছি না, কাউকে বাইরেও দেখছি না। এমনও হতে পারে অনেকে ভোটের রাজনীতিতে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করছে তারা হামলা চালাতে পারে"।

এসময় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার দুপুরে ঢাকার শাহবাগে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।

সদস্য সচিব মি. জাবের বলেন, "আমরা সরকার ও পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা চাই না, অপরাধী অন্যকোনভাবে মারা গেছে। তাকে আইনের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে"।

তবে পুলিশ বলছে, তারা সর্বশক্তি নিয়োগ করেছে। এ নিয়ে ছায়া তদন্ত চলছে। পুলিশের সব বিভাগ এক সাথে কাজ করছে।

আইজিপি বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেছেন, ''আমরা ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা না, আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেই তাকে গ্রেফতারে কাজ করি। অচিরেই অপরাধীদের আটক করতে পারবো আশা করি''।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারাদেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎস

৪ ঘণ্টা আগে

ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ডিএমপি

এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে।

৫ ঘণ্টা আগে

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

৬ ঘণ্টা আগে

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃ

৮ ঘণ্টা আগে