ক্ষমা চেয়েও শিক্ষকদের ক্লাসে ফেরাতে পারছেন না কুয়েট শিক্ষার্থীরা

আওয়াল শেখ, খুলনা
কুয়েটে শিক্ষাথীদের আান্দোলন। ফাইল ছবি

কখনো খোলা চিঠি, কখনো কাছে গিয়ে মিনতি, আবারও উপাচার্যের মাধ্যমেও বারবার ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হচ্ছে কুয়েট শিক্ষকদের কাছে। কিন্তু নাছোড়বান্দা শিক্ষক সমিতির নেতারা— ক্লাসে তারা ফিরবেন না। তাদের চাপে ক্লাসে ফিরতে পারছেন না অন্য শিক্ষকরাও।

শিক্ষক সমিতির নেতাদের দাবি, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘটিত ঘটনায় শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত কেউ ক্লাসে ফিরবেন না। এ ছাড়া শিক্ষকদের সাইবার বুলিং, অবমাননা বা গুজবের সঙ্গে জড়িত দোষীদেরও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন জানান, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। তারা ঘটনাগুলোর তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন এবং চিহ্নিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন প্রস্তুত করছেন।

এ ছাড়া কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, যতদিন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হবে, ততদিন কোনো শিক্ষক ক্লাস বা পরীক্ষা নেবেন না।

তবে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক সমিতির নেতৃত্বে থাকা মাত্র ১৩ জন শিক্ষক গোটা শিক্ষকদের জিম্মি করে রেখেছেন। তাদের চাপে অন্যান্য শিক্ষকরা উপাচার্যের সঙ্গে মিটিং করতেও ভয় পাচ্ছেন। সদ্য সাবেক উপাচার্যের আমলে যেসব শিক্ষক বিভিন্ন সুবিধাজনক পদগুলো দখল করে রেখেছিলেন ও যাদের সুপারিশে অন্যান্যরা চাকরি পেয়েছিলেন তারাও এই উসকানিতে জড়িত।

নাম না প্রকাশ করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বর্তমান শিক্ষক সমিতি সাবেক উপাচার্যের পকেট কমিটি হিসেবে পরিচিত। তারা কোনো নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেননি। বরং সাবেক উপাচার্য তাদের দলীয় শিক্ষকদের বিভিন্ন পদ ভাগ করে দিয়ে শিক্ষক সমিতি পুনর্গঠন করেছিলেন। পরে তাদের বিভিন্ন আর্থিক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সেখানে আর্থিক অনিয়ম করেছেন, যা ঢাকতে এখন শিক্ষার্থীদের ওপর দায় চাপিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল উপাচার্যের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে নয়। দুই মাসের বেশি সময় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তারা চান, দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।

আন্দোলনকারী শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, আমরা এরই মধ্যে আমাদের আচরণের জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছি। আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত।

তবে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, গত ৪ এপ্রিল ক্লাস শুরু করার সিদ্ধান্ত ছিল আগের ভিসির সিন্ডিকেটের। সরকার তাকে অপসারণ করেছে। নতুন ভিসি ক্লাস চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি মাত্র একদিন হলো যোগদান করেছেন। এরই মধ্যে অনেক কাজ এগিয়ে নিয়েছেন, দফায় দফায় বৈঠক চলছে। আশা করি সবকিছু মিটমাটের মাধ্যমেই দ্রুত ক্লাস চালু হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। তাতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। সেই সময় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টার মদতদাতার অভিযোগ এনে সাবেক উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি করে আন্দোলন করা হয়।

দীর্ঘ ৫৮ দিনের আন্দোলন আর ৬৫ ঘণ্টার অনশনের পরে ২৩ এপ্রিল উপাচার্যকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে অন্তর্বর্তী সরকার। ২৫ এপ্রিল উপাচার্য মুহাম্মদ মাসুদ ও উপউপাচার্য শেখ শরীফুল আলমকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তী ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে কুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশ্বসেরার তালিকায় ঢাবির ৩৫ শিক্ষক-গবেষক

ঢাবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি ও সহলেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়েছে। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণ

৭ ঘণ্টা আগে

ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক হতে হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে। এ ব্যাপারে আবারও কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

৭ ঘণ্টা আগে

ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে কেন নতুন আসন গঠন করা হবে না— তা জানতে নির্বাচন কমিশনকে রুল জারি করেছেন হাইকোর্ট। বর্তমানে ফরিদপুর-৪ আসনের আওতাধীন রয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা।

১১ ঘণ্টা আগে

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

১১ ঘণ্টা আগে