নির্বাচন পেছানোর কোনও সম্ভাবনা নেই : প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট।

আজ শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।

আগামী জাতীয় নির্বাচনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে প্রেস সিচব বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮৪ বিষয়ে ঐকমত্য, যা আছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে

এর বাইরে সাত দফা অঙ্গীকার নামাও রয়েছে জুলাই সনদে। সে অংশেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, তারা এই সনদটি পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। সনদটির সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং সংবিধানের তফসিলে সনদটি যুক্ত করার কথাও বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

‘সফল’ ডাকসু নির্বাচনের জন্য সবার প্রতি কৃতজ্ঞ ঢাবি উপাচার্য

ঢাবি উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে অংশীজনদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নির্বাচন আয়োজন করে। একে আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি ও এর মূল্যবোধের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ হিসেবে দেখি।

১৮ ঘণ্টা আগে

সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের নির্দেশনা

বার্তায় বলা হয়েছে, ২০০৯ সাল থেকে এ বছরের ৪ আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানোর অনুরোধ অনুরোধ করা হলো।

১৮ ঘণ্টা আগে

জুলাই সনদ বাস্তবায়নে ২ পদ্ধতিতে ঐকমত্য: আলী রীয়াজ

আলী রীয়াজ বলেন, অধ্যাদেশ এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে সবাই একমত হয়েছে। এই দুই পদ্ধতিতে যেগুলো সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব, তা করার জন্য অধ্যাদেশ জারি ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

১৮ ঘণ্টা আগে